- ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে শিশুসহ নিহত ২১
- দেশের পথে প্রধানমন্ত্রী
- ডিবি হেফাজতে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
- পূজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম
- স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট সাংবাদিকতা জরুরি : ইংরেজি দৈনিক পিপল’স লাইফ উদ্বোধনে স্পিকার
- মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা
- প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার
- আবারো স্বর্ণের নতুন দাম নির্ধারণ

বলিউডের অভিনেত্রী কিরণ খেরের ব্লাড ক্যান্সার

বলিউডে আবারও ক্যান্সারের থাবা। ঋষি কাপুর, ইরফান খান ও সঞ্জয় দত্তদের পর এবার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন খ্যাতিমান অভিনেত্রী কিরণ খের। বৃহস্পতিবার টুইট করে এই খবর জানিয়েছেন এই অভিনেত্রীর স্বামী তথা অভিনেতা অনুপম খের।
টুইটে তিনি জানান, সত্য ঘটনাকে বিকৃত করা এবং কোনো রকম গুজব ছড়ানোর আগে একটি দুঃসংবাদ দিতে চাই। ব্লাড ক্যান্সার ধরা পড়েছে কিরণ খেরের। ‘মাল্টিপেল মেলোমা’ ধরা পড়েছে তার। এটি এক ধরণের রক্তের ক্যান্সার। তবে তিনি আশাবাদী, এই রোগকে হারিয়ে আরও শক্তিশালী হয়ে ময়দানে ফিরে আসবেন কিরণ খের।
টুইটে অনুপম খের আরও লেখেন, তার স্ত্রী কিরণ খের বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আশার কথা হল, তিনি খুব ভালো চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। অতিদ্রুত তিনি আবার স্বমহিমায় ফিরবেন বলে আশাবাদী অনুপম।
তিনি বলেন, ‘কিরণ নিজেই একজন যোদ্ধা। সবাইকে তিনি মন থেকে ভালোবাসেন। তাইতো সকলের এত কাছের, এত প্রিয় সে। সকল ভক্তের ভালোবাসা এবং শুভকামনায় কিরণ আবার সুস্থ হয়ে ফিরবে।’
অভিনেত্রী হিসাবে ক্যারিয়ারে দুই বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন কিরণ খের। কাজ করেছেন সর্দারী বেগম, বাড়িওয়ালি, দেবদাস, রং দে বাসন্তী, কুরবান, দোস্তানা, মে হু না, ওম শান্তি ওম-এর মতো বহু ব্যবসাসফল ছবিতে
অভিনয়ের পাশাপাশি রাজনীতির মাঠেও বেশ সরব কিরণ খের। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে তিনি চণ্ডীগড় আসন থেকে বিজেপির সাংসদ নির্বাচিত হন। পাঁচ বছর পর বিজেপির টিকিটে আবারও ভোটে জেতেন এই তারকা অভিনেত্রী।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: