ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

চট্টগ্রামে দুই ম্যাচের টিকিটের মূল্য জানাল

5 March 2023, 10:50:41

ঢাকার মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ-ইংল্যান্ড ওয়ানডে সিরিজির প্রথম দুই ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। পূর্বনির্ধারিত সূচি অনুসারে সিরিজের তৃতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। এ ম্যাচটি খেলতে আগামীকাল মাঠে নামবে দুই দল। এছাড়া এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন

আসন্ন এ দুই ম্যাচ মাঠে গড়ানোর আগে গতকাল টিকিটের মূল্য ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তালিকা অনুসারে গ্যালারির সর্বনিম্ন টিকিটের দাম ২০০ এবং সর্বোচ্চ টিকিটের দাম ১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। বিসিবির দেওয়া টিকিটের মূল্য তালিকা অনুসারে, গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ ১ হাজার ৫০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১ হাজার, ক্লাব হাউজ ৫০০, ইস্টার্ন গ্যালারি ৩০০ ও ওয়েস্টার্ন গ্যালারি ২০০ টাকা মাত্র।

আজ রবিবার সকাল সাড়ে ৯টা থেকে চট্টগ্রামের সাগরিকায় বিটাক মোড়স্থ স্থাপিত কাউন্টার ও চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম চত্বরের কাউন্টার থেকে টিকিট ছাড়া হবে। তাছাড়া ম্যাচের দিনেও সকালে উভয় কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: