- জাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট দেশে হয়নি: ওবায়দুল কাদের
- দেশে ফিরেছেন সাকিব, খেলছেননা আফগানিস্তানের বিপক্ষে
- ইউক্রেনের বিশাল বাঁধ ধ্বংস, পালাচ্ছেন হাজার হাজার মানুষ
- ভোটাধিকার কেড়ে নিলে মানুষ মেনে নেয় না: প্রধানমন্ত্রী
- সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩
- ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়
- বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত: প্রধানমন্ত্রী
- ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- ওয়ারীতে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ

ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে গেলেন তামিমরা

প্রথম দুই ওয়ানডেতে ইতেমধ্যে সিরিজি হাতছাড়া হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ফলে তৃতীয় ম্যাচটি টাইগারদের জন্য হোয়াইটওয়াশের হাত থেকে রক্ষা পাওয়ার ম্যাচ। সিরিজের শেষ ম্যাচে শুক্রবার ভোরে স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ফের মাঠে নামবে রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। তৃতীয় ম্যাচকে সামনে রেখে আজ(বুধবার) ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে গেল তামিম ইকবালরা।
হোয়াইটওয়াশ এড়ানোর মিশন নিয়েই ক্রাইস্টচার্চ থেকে ওয়েলিংটনে গেছে টাইগাররা। ক্রাইস্টচার্চ থেকে বিমানে চড়ে মঙ্গলবার নিউজিল্যান্ড সময় বিকেলের দিকে ওয়েলিংটনে পৌঁছেছে বাংলাদেশ দল। সময় লেগেছে এক ঘণ্টার মতো।
ডানেদিনে সিরিজের প্রথম ম্যাচে ৮ উইকেটের বড় ব্যবধানে হারার পর দ্বিতীয় ম্যাচে ক্রাইস্টচার্চে জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নেমেছিল সফররত বাংলাদেশ। ব্যাট হাতে শুরুটা ভালোই হয়েছিল তামিমরা। নির্ধারিত ৫০ ওভারে তামিম এবং মিঠুনের হাফসেঞ্চুরির ওপর করে ২৭১ রান তুলে সফরকারী।
এরপর ম্যাচের প্রথমদিকে বল হাতেও সফল ছিলেন মোস্তাফিজ-মেহেদিরা। কিন্তু ম্যাচের মাঝখানে কয়েকটি ক্যাচ মিসই যেন টাইগারদের জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে দ্বিতীয় ম্যাচটিতেও হেরে তারা। আর এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত হয় টম লাথামদের। এখন বাংলাদেশের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: