ইন্টারনেট
ADS

সোমবার থেকে মৃদু শৈত্য প্রবাহের আভাস

19 December 2021, 11:10:09

পৌষের শুরুতে শীতের তীব্রতা বেড়েছে উত্তরাঞ্চেলে। রাজধানী ঢাকার তাপমাত্রাও কমেছে অনেকটা। বাড়ছে শীতের অনুভূতি। আগামী দুই দিনে এই তাপমাত্রা আরও কমবে বলে অভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চলতি মাসের শেষে দু’টি শৈত্য প্রবাহের আভাস ছিল আবহাওয়া অফিসের পক্ষ থেকে। যার একটি হালকা এবং পরেরটি মাঝারি শৈত্য প্রবাহ বলে পূর্বাভাস ছিল।

সেই হিসাবে সোমবার থেকে হালকা শৈত্য প্রবাহ শুরু হতে পারে। যেটা স্থায়ী হবে এক থেকে দু’দিন। আবহাওয়া অফিসের সবশেষ তথ্য মতে রোববার রাজধানীতে রাতের তাপমাত্রা প্রায় অপবির্তত থাকবে তবে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পতে পারে। ঢাকায় উত্তর/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় এ সময় বাতাসের গতিবেগ থাকবে ৬-১০ কিলোমিটার।

সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। এর পরের পাঁচ দিন এই পরিবর্তন চলতে পারে।

শনিবার দেশে সর্ননিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৯ দশমিক ৪ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৭ ডিগ্রি সেলসিয়াস ও ১৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: