- ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত হলো যে ১০টি দেশের
- ৩০ জুন পর্যন্ত রাতের আকাশে গ্রহ-তারাসহ দেখা মিলবে যেসব মহাজাগতিক চমক
- নাট্যকার সমু চৌধুরীকে পরিবারের কাছে হস্তান্তর
- যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরানোর উদ্যোগ, যা বলছেন অর্থনীতিবিদরা
- সীমান্তে ফের ১৩ জনকে পুশইন করল বিএসএফ
- কোরবানির পর হজমশক্তি বাড়াতে যেসব খাবার খাবেন
- জামের যত স্বাস্থ্য উপকারিতা
- ২৪ ঘণ্টায় করোনায় ২ জনের মৃত্যু
- বৈঠকটি ছিল ঐতিহাসিক, জাতিকে দিকনির্দেশনা দেবেন খালেদা জিয়া ও ড. ইউনূস: তারেক রহমান
- দক্ষিণ আফ্রিকায় ২ বাংলাদেশি অপহরণ, একজনকে হত্যা

বিএনপির সমাবেশ ১০ যুবদলের ১১ মে

রাজধানীর নয়াপল্টনে আগামী ১০ মে সমাবেশ ও মিছিল করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। পরদিন ১১ মে একই স্থানে প্রতিবাদ সমাবেশ করবে দলের অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী যুবদল।
সোমবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য (দপ্তরের চলতি দায়িত্বে) সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার সুচিকিত্সাসহ নিঃশর্ত মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘মিথ্যা’ মামলা প্রত্যাহার এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক নবী উল্লাহ নবীসহ রাজবন্দীর মুক্তির দাবিতে ১০ মে শুক্রবার নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ কমসূচিতে প্রধান অতিথি থাকবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
এছাড়া ৮ মে বুধবার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃতু্যবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হবে।
এদিকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতান টুকুসহ আটককৃত নেতাকর্মীর মুক্তির দাবিতে ১১ মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করবে জাতীয়তাবাদী যুবদল।
সোমবার রাজধানীর নয়াপল্টন কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের ১১টি জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এরপর বিকালে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহবায়ক খন্দকার এনামুল হক এনাম ও সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন।
এতে বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, কেন্দ্রীয় সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল, যুগ্মসম্পাদক জিয়াউর রহমান জিয়া, প্রচার সম্পাদক আবদুল করিম সরকার, সহসাংগঠনিক সম্পাদক দেওয়ান অলিউদ্দিন সুমন, মাহফুজার রহমান, সাখাওয়াত হোসেন চয়ন, সহসাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাহমুদুর রহমান বাপ্পি প্রমুখ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: