ইন্টারনেট
হোম / টিপস / বিস্তারিত
ADS

খুব সহজেই বাসায় তৈরি হবে হেয়ার মাস্ক

7 May 2024, 11:25:49

চুল পড়ার সমস্যা কমবেশি সবারই আছে। এ সমস্যা সমাধানের জন্য চুলের দরকার বিশেষ যত্ন। চাইলে বাড়িতেই কিছু হেয়ার মাস্ক তৈরি করে ব্যবহার করতে পারেন। চলুন সহজে বানানো যায় এমন কিছু হেয়ার মাস্ক সম্পর্কে জেনে আসি।

১। চুলের ফলিকল শক্তিশালী করে চুল পড়া রোধে ভালো কাজ করে ডিম। অন্যদিকে চুলের রুক্ষতা দূর করতে মধু বেশ কার্যকর। এই দুই উপাদানের সঙ্গে টক দই মিশিয়ে মাস্ক বানান। এরপর চুলে লাগিয়ে ২০-২৫ মিনিট রাখুন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

২। পাকা কলা চুলকে স্বাস্থ্যোজ্জ্বল করে তুলতে সাহায্য করে। পাকা কলা কচলে নিয়ে চুলে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।চাইলে এর সঙ্গে অ্যাভোকাডোও মেশাতে পারেন।

৩। ডিমের কুসুমের সঙ্গে ক্যাস্টর অয়েল ও মধু মিশিয়ে মাস্ক তৈরি করতে পারেন। এই মাস্ক ২০-৩০ মিনিট রেখে এরপর শ্যাম্পু করে ফেলুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: