ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

কুরচি ফুলের উপকারিতা

15 November 2021, 6:11:58

কুরচি নামটি বাংলা। প্রচলিত নাম ইন্দ্রযব। কুরচির আরেক বাংলা নাম হচ্ছে গিরিমালিকা। এর অন্যান্য নাম হচ্ছে কুড়চি, পানডুরা ও কটজ ভাষায় কুরচি হচ্ছে কুরক গাছ । কুরচির উজ্জ্বল সবুজ পাতার অগ্রভাগ সূচালো। পাঁচ পাপড়ির ফুল দেখে মনে হবে সবকটা পাপড়ি একসঙ্গে জোড়া লেগে আছে। ফুলের বৃত্তাংশ পাঁচটি। গাছে ফুল ফুটলে নতুন পাতা গজায়। সে সময় গাছে ফুল পাতা এক সঙ্গে দেখা যায়। কুরচি গাছে আরেকবার ফুল ফোটে সেপ্টেম্বর ও অক্টোবরে। আমাদের দেশে গ্রামগঞ্জের সর্বত্র কুরচি চোখে পড়ার মতো। বিশেষ করে চট্টগ্রাম ও পার্ব্ত্য চট্টগ্রাম এবং মধুপুরের শালবনে প্রচুর কুরচির দেখা যায়। ঢাকার পথে ঘাটে না হলেও বিভিন্ন উদ্যান ও বাগানে কুরচির দেখা যায়। রমনা নার্সারিসহ রমনা উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় উদ্ভিদ উদ্যানে কুরচি অনেক। এর আদিনিবাস ভারত উপমহাদেশ।

কুরচির ঔষধি গুণাগুণ :
পুরো কুরচি গাছটিই ঔষধি গুণে ভরা। যেমন কুরচির পাতা ও গাছের ছাল ওষুধ হিসেবে নানাভাবে ব্যবহার হয়।

কুরচির বাকল ডায়রিয়া ও পাতলা পায়খানার মহেীষধ।

হাঁপানি রোগে শিকড়ের রস দারুন উপকারী।

কোষ্ঠকাঠিন্য হলে শিকড়ের রস খুবই কার্য্করী হয়।

প্রস্রবের জ্বালাপোড়া কৃমিরোগ ও মুখের ঘায়ে এর শিকড় পাতা ও বাকল খুবই কার্য্কর।

দই এর সাথে কুড়চির ছাল চূর্ণ্ খেলে মূত্রথলিতে যন্ত্রণা কমে যায়।

কুড়চির ছালের ক্বাথ সেবন করলে খুব দ্রুত জ্বর ভালো হয়ে যায়।

কুড়চির ছাল পানি দিয়ে জ্বাল দিয়ে মধুর সাথে সেবন করলে রক্তাতিসার ও রক্ত আমাশয় উপকার পাওয়া যায়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: