ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

এক্সে চালু হলো এআই প্রযুক্তির স্টোরিজ

7 May 2024, 11:16:43

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘স্টোরিজ’ সুবিধা চালু করেছে এক্স (সাবেক টুইটার)। ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারে চালু থাকা স্টোরিজের তুলনায় ভিন্নভাবে কাজ করবে এক্সের এই স্টোরিজ সুবিধা।

এক্সের তথ্যমতে, ব্যবহারকারীদের হালনাগাদ বিভিন্ন বার্তা বা পোস্টের সারাংশ স্টোরিজ আকারে লিখে দেবে ‘গ্রক’ এআই চ্যাটবট। ফলে ব্যবহারকারীরা দ্রুত স্টোরিজ পোস্ট করতে পারবেন।

এক্স জানিয়েছে, এক্সে চালু হওয়া স্টোরিজ সুবিধায় গ্রক এআই চ্যাটবট ব্যবহার করা হবে। ফলে গ্রক চ্যাটবটের মাধ্যমে সহজেই নিজেদের প্রকাশ করা বিভিন্ন পোস্টের সারাংশ তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা।

প্রাথমিকভাবে প্রিমিয়াম গ্রাহকেরা এক্সের ওয়েব ও আইওস সংস্করণে এ সুবিধা ব্যবহার করতে পারবেন। এক্সের এক্সপ্লোর ট্যাব থেকে সহজেই স্টোরিজ সুবিধা ব্যবহার করা যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: