- মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
- দানবে রূপ নেবে শক্তিশালী ঝড় মিল্টন
- স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
- এয়ার অ্যাম্বুলেন্সে স্বামীকে ব্যাংকক নিয়ে গেলেন তনি
- সুনামগঞ্জের সাবেক এমপি মানিক গ্রেপ্তার
- দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব : প্রধান উপদেষ্টা
- রক্ত পরিশোধিত করে পটল
- জাতিসংঘে চিঠি দিয়ে সতর্ক করলেন ইমরান খান
- ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!
- নাফ নদী থেকে ৫ বাংলাদেশি জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি
রঙিন দুনিয়া: মা দিবসে ভাসলো বলিউড
রঙিন দুনিয়ার শত কর্মব্যস্ততার ফাঁকেও মাকে নিয়ে চিরকালীন আবেগ প্রকাশ করতে ভোলেনি বলিউড তারকারা। বিশ্ব মা দিবসে তারা সরব হয়েছেন ভার্চুয়াল জগতে।
স্যোশাল মিডিয়ায় সদা সরব শহীদ কাপুর তার অভিনেত্রী মা নীলিমা আজিমকে নিয়ে বেটে মিডলারের সাড়া জাগানো গান উইন্ড বিনিথ আওয়ার উইংস-এর উদ্বৃতি দিয়ে লিখেছেন, ‘আমার মা হলেন আমাদের বাহুবন্ধনে এক পশলা নির্মল বায়ুর মতো।’ এ ছাড়া মায়ের হাত ধরে বেড়ে ওঠা, বন্ধুত্বপূর্ণতাসহ নানা স্মৃতিচারণ করে লেখা নোটের সাথে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন তরুণী মায়ের সেই সময়কার বেণীবাঁধা চুলের স্নিগ্ধ ছবি।
অন্যদিকে রিদ্মিমা কাপুর তার ইন্সটাগ্রামে মা-মেয়ের অপূর্ব এক ছবির ক্যাপশনে লিখেছেন, ‘আমি এক শক্তিশালী নারী, কারণ একজন লৌহমানবীর (মা) হাতে আমি বেড়ে উঠেছি।’
মা দিবসে যে কেবল বলিউড তারকারা তাদের মাকে নিয়ে আবেগ প্রকাশ করেছেন তা নয়, নিজের সন্তানদের নিয়েও ভুবনভোলানো সব ছবি প্রকাশ করেছেন তারকা মায়েরা। তালিকায় আছেন আনুশকা শর্মা, নেহা ধুপিয়া, কারিনা কাপুর, ঐশ্বরিয়া রায়সহ আরও অনেকে। সানি লিওনিও তার তিন কন্যা নিশা, আশির ও নোয়াহকে নিয়ে পোস্ট করেছেন পারিবারিক ছবি।
মা-মেয়ের মানিকজোড়ের ছবিতেও ছেয়ে গেছে ভার্চুয়াল বলিউড। শ্বেতা বচ্চন-জয়া বচ্চন, টুইঙ্কেল খান্না-ডিম্পল কাপাডিয়া, কারিনা-কারিশমা-ববিতা, সারা আলী খান-অমৃতা সিং, আলিয়া ভাট-সনি রাজদান, জাহ্নবি কাপুর-শ্রীদেবী, এশা দেওল-হেমা মালিনিসহ অজস্র জোড়া ছবি মা দিবসকে দিয়েছে দুই প্রজন্মের মেলবন্ধনের এক অনন্য মাত্রা।
মা সন্তানের জন্য সব ধরনের ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত, এ চিরন্তন সত্যে সরব আজকের মা দিবসের বলিউড। ৮০-৯০ দশকের সাড়া জাগানো অভিনেত্রী প্রয়াত শ্রীদেবীই তো দারুণ এক উদাহরণ। দুই কণ্যাকে মাতৃস্নেহে আগলে রাখতে অভিনয় জীবনে ছেদ ঘটিয়ে ১৫ বছর পর্দার বাইরে ছিলেন! এমন দৃষ্টান্ত মেলে মাধুরী দীক্ষিত, কারিশমা কাপুর, ভাগ্রশ্রী, জুহি চাওলাদের ক্ষেত্রেও।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: