- শীত শুরু না হতেই ত্বক ফাটতে শুরু করেছে জেনে নিন কিছু টিপস
- মনোনয়ন নেওয়া সবার তথ্য চেয়েছে বাংলাদেশ ব্যাংক
- অটোচালকের দেওয়া আগুনে ঘুমন্ত ছেলে-মেয়ের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- বাঁধাকপির এতো গুণ
- মনোনয়নপত্র বাতিল চেয়ে নারায়ণগঞ্জ বিএনপি সভাপতির আবেদন
- সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের
- মিধিলির পথেই উপকূলে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম
- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক
- পর্দার নায়ক ছিলাম, এবার মাঠের নায়ক হবো: ফেরদৌস

টপ-ডেনিমে ঝড় তুললেন কোয়েল, মিমি বললেন ‘হট’

সাদা টপ-ডেনিমে নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে নতুন ছবি প্রকাশ করলেন অভিনেত্রী কোয়েল মল্লিক। সেই ছবির ক্যাপশনে টলিউড অভিনেত্রী লিখেছেন, ‘জীবন অত্যন্ত ছোট। নিজের সেরা হওয়ার চেষ্টা করো’। বরাবরই কন্ট্রোভার্সি এড়িয়ে চলেন অভিনেত্রী।
অনেকেই পলিটিক্যালি কারেক্টও বলে থাকেন তাকে।সম্প্রতি সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ হয়েছেন অভিনেত্রী। বিভিন্ন সময় নানা পোস্ট দিতেও দেখা যাচ্ছে কোয়েল মল্লিককে। তার এই ছবি দেখে কোয়েলকে ‘হট’ বলে বসলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী।
বরাবরই নিজের কাজ ও পরিবারের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রেখে চলেছেন কোয়েল। ২০২০ সালে ৫ মে মা হয়েছেন তিনি। পুত্র সন্তান কবীরকে নিয়ে বেশ ব্যস্ত কোয়েল। তবে তার মধ্যে চলেছে ছবির কাজ থেকে স্বাস্থ্য চর্চা। অন্তঃসত্ত্বা অবস্থা সব মেয়েদেরই ওজন বৃদ্ধি হয়। তবে মা হওয়ার ছয় মাসের মধ্যে ওজন কমিয়ে শেপে ফিরে সকলকে প্রায় চমকে দিয়েছিলেন কোয়েল।
রবিবার দুপুর বেলা যে ছবি দিয়েছেন নায়িকা তার অর্থ অবশ্য বেশ গভীর। তিনি লিখেছেন,একটাই তো জীবন। সেই জীবনটাও ছোটই। সকলকেই চলে যেতে হবে একদিন না-একদিন। তাই নিজের সেরা হও! নিজের সবটা দিয়ে কাজ করো। সাফল্য আসবেই। তার এই ছবিতে মিমি যেমন ‘হট’ লিখেছেন, তেমনই কোয়েলকে ‘মাইন্ডব্লোয়িং’ বলেছেন অঙ্কুশ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: