ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

অস্কার অ্যাওয়ার্ডে মনোনয়ন পেল প্রিয়াঙ্কার সিনেমা

16 March 2021, 7:37:11

বিশ্ব চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মানজনক পুরস্কার অস্কারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ডের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে।

ঐতিহ্যবাহী এ পুরস্কারের মনোনয়নের তালিকায় সেরা চিত্রনাট্যের তালিকায় মনোনয়ন পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত ‘দ্য হোয়াইট টাইগার। অস্কারের অফিসিয়াল ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সোমবার এ তালিকা ঘোষণা করেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস।

নেটফ্লিক্সের ‘ম্যাঙ্ক’ ১০টি মনোনয়নের সঙ্গে অস্কারের দৌড়ে সবচেয়ে এগিয়ে থাকল। পাশাপাশি এদিন ঐতিহাসিকভাবে সেরা পরিচালকের তালিকায় জায়গা করে নিলেন দুই নারী পরিচালক ক্লোয়ে ঝাও এবং এমেরাল্ড ফেনেল। সেরা ছবির তালিকায় জায়গা করে নিয়েছে মোট ৮টি চলচ্চিত্র। এর আগে অস্কারের ৯২ বছরের ইতিহাসে মাত্র ৫ নারী পরিচালক চূড়ান্ত তালিকায় জায়গা করে নিতে পেরেছেন, কিন্তু কেউ অস্কার জয় করতে পারেনি।

অস্কার দৌড়ে শামিল হওয়া ‘দ্য হোয়াইট টাইগার’ চলচ্চিত্রের গল্পটি অরবিন্দ অজিগার ম্যান বুকার প্রাইজ জয়ী উপন্যাস থেকে নেওয়া হয়েছে। আলোচিত ওই চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। এতে আরও অভিনয় করেছেন রাজকুমার রাও ও আদর্শ গৌরব।

এক নজরে দেখুন অস্কারের মুখ্য নমিনেশন তালিকা-

সেরা ছবি-

দ্য ফাদার, জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মশিহা, ম্যাঙ্ক, মিনারি, নোমাল্যান্ড, প্রমিসিং ইয়াং উইম্যান, সাউন্ড অফ মেটার, দ্য ট্রায়াল অফ দ্য শিকাগো ৭।

সেরা পরিচালক-

ক্লোয়ে ঝাও (নোমাডল্যান্ড), এমেরাল্ড ফেনেল (প্রমিসিং ইয়াং উইম্যান), ডেভিড ফ্লিনচার (ম্যাঙ্ক), থমাস ভিনটেরবার্গ (অ্যানাদার রাউন্ড), লি ইসাক চাং (মিনারি)।

সেরা অভিনেতা-

রিজ আহমেদ (সাউন্ড অফ মেটাল), চ্যাডউইক বোজম্যান (মা রেইনিস ব্ল্যাক বটম) [মরণোত্তর], অ্যান্টনি হপকিংস (দ্য ফাদার), গ্যারি ওল্ডম্যান (ম্যাঙ্ক), স্টিভেন ইয়ুন (মিনারি)।

সেরা অভিনেত্রী-

ভোয়লা ডেভিস (মা রেইনিস ব্ল্যাক বটম), অ্যান্ড্রা ডে (দ্য ইউনাইটেড স্টেটস ভার্সেস বিল্লি হলিডে), ভ্যানেসা কিরবে (পিসেস অফ এ উইম্যান), ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (নোমাডল্যান্ড), ক্যারে মুল্লিগান ( প্রমিসিং ইয়াং উইম্যান)

সেরা অ্যাডাপটেড স্ক্রিনপ্লে বাং সংগৃহীত চিত্রনাট্য বিভাগে জায়গা করে নিয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস প্রযোজিত ও অভিনীত ছবি ‘দ্য হোয়াইট টাইগার’। ম্যান বুকার প্রাইজ পেয়েছিল অরবিন্দ আদিগার লেখা একই নামের উপন্যাস, সেটাই রুপোলি পর্দায় তুলে ধরেছেন রামিন বাহরানি। প্রিয়াঙ্কা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন রাজ কুমার রাও এবং আদর্শ গৌরব।

প্রসঙ্গত, প্রতি বছর ফেব্রুয়ারি মাসে অস্কার অ্যাওয়ার্ডের আসর অনুষ্ঠিত হয়। কিন্তু এ বছর বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারীর কারণে তা দুই মাস পিছিয়ে দেয়া হয়। আগামী ২৫ এপ্রিল লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে অনুষ্ঠিত হবে অস্কারের বর্ণাঢ্য আয়োজন। কার হাতে উঠবে অস্কারের সোনালি ট্রফি? তা দেখায় অপেক্ষা করছেন বিশ্বব্যাপী বিনোদনপ্রেমী মানুষেরা।

সূত্র: হিন্দুস্তান টাইমস

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: