ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে লাইটার জাহাজ ডুবি, নিখোঁজ ৭

19 March 2022, 12:11:21

চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরে গভীর সমুদ্রে ‘টিটু-১৪’ নামে সিমেন্ট ক্লিংকার বোঝাই একটি লাইটার জাহাজ ডুবে গেছে। এতে জাহাজে থাকা ১৩ জন ক্রু’র মধ্যে ৭ জন নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ মার্চ) ভোরে বালুবাহী অপর একটি জাহাজের ধাক্কায় এই লাইটার জাহাজটি ডুবে যায় বলে জানিয়েছে বন্দরসূত্র।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, সকালে বন্দরের বহিনোঙ্গরে একটি লাইটার জাহাজ অপর একটি জাহাজের ধাক্কায় ডুবে গেছে। এই সময় জাহাজে থাকা ১৩ জন ক্রুর মধ্যে ৬ জনকে তাৎক্ষনিক উদ্ধার করা গেলেও বাকি ৭ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে কাজ করছে কোস্টগার্ড।

চট্টগ্রামস্থ কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা আবদুর রউফ জানান, লাইটার জাহাজ ডুবির খবর পেয়ে কোস্টগার্ডের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে। ডুবে যাওয়া জাহাজের ৬ জন ক্রুকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড। ডুবে যাওয়া জাহাজটি সিমেন্ট ক্লিংকার বহন করছিলো বলে জানা গেছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: