ইন্টারনেট
হোম / সারা বাংলা / বিস্তারিত
ADS

কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনের যাবজ্জীবন কারাদণ্ড

29 April 2024, 6:50:32

জমি নিয়ে বিরোধের জেরে কৃষক আব্দুর রহমান হত্যা মামলায় ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড ও অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারক।

সোমবার (২৯ এপ্রিল) দুপুরে জয়পুরহাট অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. নুরুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় প্রদান করেন।

জয়পুরহাট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল জানান, সাজাপ্রাপ্তরা হলেন জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের কফিল উদ্দীনের ছেলে মো. আলাম ও কালাম, আব্দুস ছাত্তারের ছেলে মো. দোলা, ওসমান ও কোরবান, আব্দুল গফুরের ছেলে আজাদুল ও সাইদুল ইসলাম, খলিল আকন্দের ছেলে মো. লাবু, বাবু ও আমিনুর রহমান, বিরাজ উদ্দীনের ছেলে ফারাজ মণ্ডল, সুন্নত আলীর ছেলে মো. শুকটু, নায়েব আলীর ছেলে মো. উকিল, ভরসা মণ্ডলের ছেলে দুলাল হোসেন ও সানোয়ার, আলতাফ আলীর ছেলে আলীম হোসেন ও নজরুল ইসলাম, আব্দুস ছাত্তার প্রধানের ছেলে সাইফুল ইসলাম, সলেমান আকন্দের ছেলে জহুরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে উকিল মিয়া ও জহুরুল ইসলাম এ মামলায় জামিনে গিয়ে পলাতক রয়েছেন বলে জানায় আদালত।

জানা গেছে, ২০০২ সালের ২২ নভেম্বর রাতে জেলার পাঁচবিবি উপজেলার হরেন্দা গ্রামের সামছদ্দীন মুন্সির ছেলে আব্দুর রহমানকে হরেন্দা গ্রামের মাঠ থেকে ধরে নিয়ে আসে। আব্দুর রহমানকে আসামি কালামের বাড়ির একটি কক্ষে আটকে রেখে প্রচণ্ড মারধর করে। রাতে সেখানেই আব্দুর রহমান মারা যায়। এ ঘটনায় নিহত আব্দুর রহমানের ভাই আব্দুল বারিক মুন্সি ওরফে ফারুক বাদী হয়ে পাঁচবিবি থানায় হত্যা মামলা করেন।

পাঁচবিবি থানার ওসি রবিউল ইসলাম মামলাটি তদন্ত করে ২০০৪ সালের ২৫ এপ্রিল আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারে ১৬ জনের সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক সোমবার এ রায় প্রদান করেন। রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী নৃপেন্দ্রনাথ মণ্ডল ও এপিপি উদয় সিংহ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মোস্তাফিজুর রহমান, শাহজালাল সিদ্দিকী তুহিন ও সোহেলী পারভীন সাথী।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: