ইন্টারনেট
ADS

তীব্র তাপপ্রবাহে দেশের মানুষকে সাবধানে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

30 April 2024, 11:48:19

তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় দেশের মানুষকে এ ব্যাপারে সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, এ ব্যাপারে দেশের মানুষকে সাবধানে থাকতে হবে।

মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকে সূচনা বক্তব্যে একথা বলেন তিনি।

এই বৈঠকের দিনই দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৪৩.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠেছিল যশোরে।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্যরা উপস্থিত রয়েছেন।

সভায় বিএনপিসহ বিরেধী রাজনৈতিক দলগুলোর সমালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যারা রাজনৈতিকভাবে দেউলিয়া এবং বুদ্ধি বেচে খায় তারাই দেশের বিরুদ্ধে কথা বলে। রাজনৈতিকভাবে দেউলিয়া যারা তারাই দেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। অতি বাম আর অতি ডান মিলে সরকার উৎখাতে কাজ করছে। তাদের মূল লক্ষ্য সরকার উৎখাত।

বিএনপির সমালোচনা করে তিনি আরও বলেন, ক্ষমতা দখল করে লুটপাপ করতে পারছে না বলেনই বিএনপি এখন সরকারের সমোলোচানা করছে। দেশের বিরোধিতা করার জন্য বিএনপির প্রতি মানুষের আস্থা নেই। আওয়ামী লীগের মুল শক্তি দেশের জনগণ।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ‘আওয়ামী লীগ সবসময় গণতন্ত্র প্রক্রিয়ায় ক্ষমতায় এসেছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছেন মানুষের ভাগ্য পরির্বতনে কাজ করছে। জনগণের ভোটে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে, ক্ষমতায় দখণ করে নয়। জিয়াউর রহমান ক্ষমতা দখল করে নিজেদের ভাগ্য পরির্বতন করলেও দেশের মানুষের জন্য কিছু করেনি।

আওয়ামী লীগ সভাপতি বলেন, প্রান্তিক মানুষের কথা মাথায় রেখেই উন্নয়ন প্রকল্প নেওয়া হচ্ছে। দেশের মানুষ যাতে ভালো থাকে সেই লক্ষে আওয়ামী লীগ সরকার কাজ করে যাচ্ছে।

শেখ হাসিনা বলেন, ২০০১ সালে আওয়ামী লীগ ক্ষমতায় না থাকায় থেকে মধ্যে জঙ্গির উত্থান হয়েছে।

নির্বাচনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভোটে গণতন্ত্রের প্রক্রিয়ায় আমরা ক্ষমতায় এসেছি। যারা নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করেছিল এবং ভোটে আসেনি তারা আবার নির্বাচন নিয়ে নানা কথা বলে। যারা নির্বাচনে আসেনি তারা নির্বাচন নিয়ে প্রশ্ন তোলার কে। যাদের জন্মই হয়েছে ভোট চুরির মধ্যে দিয়ে তারা আবার আমাদের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: