ইন্টারনেট
ADS

নীলক্ষেতে বই মার্কেটে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিস

22 February 2022, 9:10:16

রাজধানীর নীলক্ষেতে বইয়ের মার্কেটে আগুন লেগেছে। মঙ্গলবার রাত ৭টা ৪৩ মিনিটে ইসলামিয়া সুপার মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান সিকদার ঢাকা টাইমসকে বলেন, আগুন লাগার খবর পেয়ে রাত ৮টার দিকে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে এখন আমাদের ১০টি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটের পশ্চিম দক্ষিণ কোণে আগুনের সূত্রপাত। আস্তে আস্তে আগুন ভেতরের দিকে যাচ্ছে। পুরো মার্কেটেই বইয়ের দোকান রয়েছে।

এদিকে আগুন লাগার পর নিউমার্কেটমুখী সব রাস্তায় যানচলাচল বন্ধ রয়েছে। আশেপাশের দোকানপাট বন্ধ করে দোকানিরা রাস্তায় নেমে এসেছেন। উৎসুক জনতার ভিড় নিয়ন্ত্রণ করতে পুলিশ হিমশিম খাচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: