ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

আনারস-রুই ভুনা

20 July 2023, 6:41:39

প্রাচীনকাল থেকেই মাছ বাঙালির মনে বিশেষ জায়গা দখল করে রেখেছে। আপনি চাইলে রুই মাছ রান্না করতে পারেন একটু ভিন্নভাবে। তাই দেরি না করে বানিয়ে ফেলুন আনারস-রুই ভুনা।

উপকরণ :
বড় রুই মাছের পিঠের অংশ ৫০০ গ্রাম

আনারস পাতলা করে কাটা ১ কাপ

আদা বাটা ১ চা চামচ

জিরা বাটা আধা চা চামচ

হলুদ আধা চা চামচ

মরিচ আধা চা চামচ

পেয়াজ কুচি ১ কাপ

কাচা মরিচ ৫-৬ টি

চিনি ১ চা চামচ

গরম মশলা আধা চা চামচ

তেল ১ কাপ

লবণ পরিমাণ মতো

পানি ১ কাপ

প্রণালি :
রুই মাছের চামড়া কেটে বাদ দিয়ে সেটাকে ফিলে কর কেটে সামান্য মরিচ গুড়ো, লবণ মাখিয়ে ম্যারিনেট করে রাখতে হবে। এরপর একটি বড় ডিমের সাথে ৪ টেবিল চামচ ময়দা দিয়ে মাখিয়ে সেটা রুই মাছে মাখাতে হবে। ফ্রাইপ্যানে তেল গরম করে মাছ ঘিয়ে রং করে ভেজে তুলতে হবে। সেই তেলে পেয়াজ ভেজে তাতে সব বাটা মশলা ও গুড়ো মশলা কষিয়ে আনারস দিয়ে ভুনতে হবে। এরপর এতে লবণ ও পানি দিতে হবে। পানি যখন ফুটে উঠবে তাতে চিনি, গরম মশলার গুড়ো, কাচা মরিচ ও মাছ দিতে হবে। এরপর তেল উপরে ভেসে উঠলে নামিয়ে ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি ক্রেডিট: এনটিভিবিডি

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: