ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

মজাদার ডিম পরোটা রেসিপি

17 March 2022, 6:54:33

মজাদার ডিম পরোটা বানিয়ে ফেলতে পারেন সকালের নাস্তায়। মজাদার এই পরোটা শিশুদের জন্য হতে পারে চমৎকার নাস্তা। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

উপকরণ:

– ১ কাপ ময়দা,

– স্বাদমতো লবণ,

– ২ চা চামচ তেল,

– পরিমাণমতো পানি,

প্রস্তুত প্রণালী: প্রথমে একটি বাটিতে পরিমাণমতো পানি দিয়ে রুটি বানানোর ডো বানিয়ে নিন। তেলে মেখে ৫ মিনিটের জন্য রেস্টে রাখুন। তিনটি ডিম ফেটিয়ে নিন।

এবার পরিমাণমতো লবণ, পেঁয়াজ ও মরিচ কুচি দিন। ডো সম্পূর্ণটা বেলে নিন মোটা করে। উপরে অল্প তেল ও ময়দা দিয়ে রোল করুন। লম্বা রোল থেকে চারটি অংশ কেটে নিন।

এবার একেকটা অংশ লম্বা করে ধরে হাত দিয়ে চাপ দিয়ে এরপর রুটি বেলে নিন। প্যানে অল্প তেল দিয়ে রুটি দিয়ে দিন। একদিক অল্প হয়ে গেলেই উল্টে দিন।

এরপর ডিমের মিশ্রণ দিন উপরে। এভাবে উল্টেপাল্টে দুদিকেই ডিম দিয়ে ভেজে নিন মজাদার পরোটা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: