ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

মসুর ডাল দিয়ে শুটকি

24 October 2021, 5:02:19

উপকরণ:

– মসুর ডাল ১/২ কাপ

– শুটকি মাছ ৪-৫টা (লইট্যা শুঁটকি)

– মাঝারি পিঁয়াজ ১টা স্লাইস করা

– রসুন কুচি ১ চা চামচ

– রসুন বাটা ১/২ চা চামচ

– কাঁচা মরিচ কুচি ২ চা চামচ

– টমেটো কুচি ১টা

– হলুদ সামান্য

– লবণ স্বাদ অনুযায়ী

– সরষের তেল পরিমাণ মতো

– ধনেপাতা কুচি

প্রণালী : মসুর ডাল পানিতে ভিজিয়ে রাখবেন আধঘণ্টা। লইট্যা শুটকি ভাল করে কেটে গরম পানিতে ভিজিয়ে রাখবেন আধঘণ্টা। তারপর পানি ফেলে দিয়ে ভাল করে ধুয়ে লবণ, হলুদ দিয়ে মাখিয়ে রাখবেন। এবার কড়াইতে তেল গরম করে হালকা করে মাছগুলো ভেজে নেবেন।

মসুর ডাল গোটা-গোটা রেখে সিদ্ধ করে নিন। এবার কড়াইতে তেল গরম করে রসুনকুচি দিন, তারপর স্লাইস পেঁয়াজটা দিয়ে ব্রাউন করে ভেজে নিয়ে রসুনবাটা দিন। সামান্য কষিয়ে নিয়ে টমেটো কুচি, কাঁচা মরিচ কুচি দিয়ে কষিয়ে সামান্য হলুদ ও লবণ দিয়ে কষে নিন। ভাজা মাছগুলো দিয়ে আরো কষান। এইসময় সামান্য পানি দেবেন।

এবার সিদ্ধ করা মুসুর ডাল পানিসহ দিয়ে দেন। তারপর ফুটে উঠে একটু ঘন হলে নামানোর আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। এরপর সামান্য কাঁচা সরষের তেল দিয়ে পরিবেশন করুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: