ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

ছুরি শুঁটকি মাছের ভুনা

21 October 2021, 11:59:42

উপকরণ:

– ছুরি শুঁটকি ছোট করে কাটা আধা কাপ,

– পেয়াজ কুচি ২ কাপ,

– লবণ পরিমাণ মত,

– চিনি আধা চা চামচ,

– লেবুর রস ১ চা চামচ,

– তেল আধা কাপ,

– আদা বাটা আধা চা চামচ,

– রসুন বাটা ১ চা চামচ,

– ধনের গুঁড়া ১ চা চামচ,

– হলুদ গুঁড়া ১ চা চামচ,

– তেজপাতা ১ টি,

– কাচামরিচ ৪ টুকরা করে কাটা ৬টি।

প্রস্তুত প্রণালীঃ শুঁটকী ভাল করে ধুয়ে সেদ্ধ করে বেটে নিতে হবে।

তেল গরম করে আদা-রসুন দিয়ে ভাল করে ভুনে শুটকি দিয়ে ভুনতে হবে। হলুদ,ধনে,মরিচের গুঁড়া, তেজপাতা, লবণ দিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ভুনে পেঁয়াজ দিয়ে ভুনতে হবে।

পেঁয়াজ নরম হয়ে এলে চিনি,লেবুর রস,কাচামরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামাতে হবে।

ব্যাস তৈরি হয়ে গেল আপনার ছুরি শুটকি ভুনা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: