ইন্টারনেট
হোম / আজকের রান্না / বিস্তারিত
ADS

রেস্টুরেন্টের স্বাদে তৈরি করুন চিংড়ি পোলাও ঘরেই

25 June 2021, 6:37:13

উপকরণঃ

– পোলাওয়ের চাল ১ কেজি,

– চিংড়ি মাঝারি আকারের আধা কেজি,

– দুধ ২ কাপ,

– নারকেল কোরা আধা কাপ (বেটে মিহি করা),

– পেঁয়াজ কুচি ১ কাপ,

– পেঁয়াজ বাটা আধা কাপ,

– আদা বাটা ১ চা চামচ,

– দারুচিনি, এলাচি ও তেজপাতা ২টা করে,

– কাঁচা মরিচ ৫/৬টি,

– মরিচের গুঁড়া সামান্য পরিমাণ।

প্রণালিঃ প্রথমে পেঁয়াজের কুচি তেলে ভেজে বাদামি করে নিতে হবে। এরপর একে একে পেঁয়াজ বাটা, নারকেল বাটা, আদা বাটা, দারুচিনি, এলাচি, তেজপাতা, লবণ ও মরিচের গুঁড়া দিয়ে তাতে চিংড়ি মাছ ঢেলে দিন। সামান্য পানি দিয়ে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নিন। এবার তাতে দুধ দিয়ে ১০-১৫ মিনিট পরে নামিয়ে নিন। চিংড়ি ও ঝোল আলাদা পাত্রে রাখতে হবে।

ঝাল পছন্দ করলে নামানোর আগে কাঁচামরিচ দিতে পারেন। সাধারণভাবে পোলাও রান্না করে তার ভেতরে চিংড়ির ঝোল দিয়ে দিন। অল্প আঁচে জ্বাল দিয়ে এবার ওপরে আগের রান্না করা চিংড়িগুলো দিয়ে পরিবেশন করুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: