![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/02/Dhaka-Bazar-24-online-shop-in-Bangladesh.gif)
ত্বকে ফাউন্ডেশন লাগানোর কিছু টিপস
![](https://www.protichhobi.com/wp-content/uploads/2024/12/foundation-20241110074829.jpg)
নিখুঁতভাবে মেকআপ করার জন্য কিন্তু বেস ঠিক হওয়া চাই। সেই ক্ষেত্রে ত্বকের কালো দাগ, ব্রণের দাগ ইত্যাদি দূর করার জন্য ফাউন্ডেশন ব্যবহার করা হয়। যারা একেবারে নতুন মেকআপ করা শিখছেন তাদের অনেকেই জানেন না ফাউন্ডেশন কিভাবে লাগাতে হয়। তাই আজ চলুন জেনে নেই মেকআপের প্রথম ধাপ ফাউন্ডেশন লাগানোর কিছু প্রাথমিক দিক।
১. প্রথমেই ত্বক অনুযায়ী ফাউডেশন বেছে নিতে হবে। সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের রং বাছতে হবে কবজির ভিতরের দিকের অংশ দেখে। সেখানে থাকা শিরাই বলে দেবে আপনার ত্বকের জন্য কেমন রং প্রয়োজন। যদি শিরার রং নীল হয়, তবে ফর্সা ত্বক। যদি সবুজ হয়, তবে বুঝতে হবে গম রঙা ত্বক। আর যদি শিরার রং নীল আর সবুজ মেলানো হয়, তবে বুঝতে হবে আপনার ত্বকের জন্য লাগবে গাঢ় রঙের ফাউন্ডেশন।
২. এরপর ত্বকে ফাউন্ডেশন মেশানোর আগে স্পঞ্জ সব সময় ভিজিয়ে নিতে হবে। তাতে ফাউন্ডেশন ত্বকের সঙ্গে অনেকটাই মসৃণ ভাবে মিশে যাবে।
৩. ফাউন্ডেশন লাগানোর জন্য হাতে ফাউন্ডেশনের দু’টি পাম্প নিন। আঙুলের সাহায্যে চোখের নীচ থেকে থুতনি পর্যন্ত তিনটি রেখা টানুন। এবার ব্লেন্ডিংয়ের ব্রাশ বা স্পঞ্জ দিয়ে গোটা মুখে ব্লেন্ড করুন। নাক আর কপালের অংশগুলোতে ব্লেন্ড করতে ভুলবেন না।
৪. যতক্ষণ পর্যন্ত পুরো মুখের রং এক না হয়, ততক্ষণ পর্যন্ত স্পঞ্জ দিয়ে মেশাতে থাকুন।
৫. মুখের যে পেশিগুলোর নড়াচড়া বেশি হয়, যেমন চোখের নীচের অংশ বা ঠোঁটের দু’পাশ, সেখানে ফেস পাউডার পাফ করুন। যেন কোনো রেখা না দেখা যায়।
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/protichhobi-job.gif)
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/aain-upodestha-kendro.gif)
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: