ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করলো রাশিয়া

17 August 2022, 6:25:53

রুশ নির্মিত মহাকাশ স্টেশন কেমন হবে তার একটি মডেল উন্মোচন করেছে রাশিয়া। সোমবার দেশটির মহাকাশ সংস্থার পক্ষ থেকে এই মডেলটি প্রকাশ করা হয়েছে। মস্কোর তরফে এ ধরনের একটি মডেল প্রকাশের ঘটনা এটিই প্রথম।

দৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
সোমবার মস্কোর কাছে ‘আর্মি ২০২২’ শীর্ষক অস্ত্র প্রদর্শনী উদ্বোধন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঐ অনুষ্ঠানেই দেশটির নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচন করে দেশটির জাতীয় মহাকাশ সংস্থা রোসকসমস।

খবরে বলা হয়েছে, এই বিষয়টি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন (আইএসএস) ত্যাগের ব্যাপারে রাশিয়া যে সিরিয়াস সে বিষয়টিকেই সামনে নিয়ে এসেছে।

গত মাসেই রোসকসমসের প্রধান হিসেবে ইউরি বোরিসভ নামের একজন কর্মকর্তাকে নিয়োগ দেন পুতিন।

নতুন মহাকাশ স্টেশনের মডেল উন্মোচনকালে তিনি বলেন, নিজস্ব অরবিটাল স্টেশন তৈরির জন্য কাজ করছে রাশিয়া। ২০২৪ সালের পর তার দেশ আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ছেড়ে যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: