ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

রাশিয়ায় নিষিদ্ধ হল ইনস্টাগ্রাম

14 March 2022, 8:48:09

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে একপাক্ষিক তথ্য প্রচারের অভিযোগে নিজ দেশে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে রাশিয়া।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, গত ৪ মার্চ নিজ দেশের নাগরিকদের জন্য ফেসবুক বন্ধ করে রুশ কর্তৃপক্ষ। ফেসবুক ব্যবহার করে ইউক্রেন ইস্যুতে জনমত গঠন ও বিক্ষোভ আয়োজনের অভিযোগ করেছে রাশিয়া। এর পর ইনস্টাগ্রাম নিষিদ্ধের কথাও জানিয়েছিল দেশটি।

ইনস্টাগ্রাম নিষিদ্ধের প্রতিক্রিয়ায় এর প্রধান এডাম মিসোরি বলেছেন,‘রাশিয়ার এই সিদ্ধান্তের জন্য দেশটির ৮০ মিলিয়ন মানুষ বাকি দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেল।’

ইউক্রেনে রুশ হামলাকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে একপাক্ষিক ভূমিকা নিয়েছে যুক্তরাষ্ট্র ও এর পশ্চিমা মিত্রদের বহু কোম্পানি। গুগল, ফেসবুক, ইউটিউব থেকে রাশিয়ার আয়ের পথ বন্ধ করে দিয়েছে ওই কোম্পানিগুলো। ফলে এসব কোম্পানির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে বলে জানিয়েছে রাশিয়া।

ফলে তারই ধারাবাহিকতায় ফেসবুক এবং টুইটারের পরে সোমবার নিজ দেশে ইনস্টাগ্রামের কার্যক্রম বন্ধ করল রাশিয়া।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: