ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

নারী দিবসে গুগলের বিশেষ ডুডল

8 March 2022, 11:40:02

৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। বিশ্ব নারী দিবস ২০২২ উপলক্ষে নিজেদের হোমপেজে বিশেষ ডুডল প্রকাশ করেছে জনপ্রিয় সার্চ ইঞ্জিন প্ল্যাটফর্ম গুগল। বিশেষ এ ডুডলে ছবির বদলে ভিডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে রয়েছে অসাধারণ এনিমেশনের কাজ।

নারী দিবস উপলক্ষে গতকাল রাত ১২টার পর এ ডুডল প্রকাশ করে গুগল।
ডুডল ভিডিওটিতে বিভিন্ন ক্ষেত্রে নারীদের বিশেষ অবদানের কথা তুলে ধরা হয়েছে। পুরুষের সঙ্গে তাল মিলিয়ে নারীরা যে সফলভাবে এগিয়ে যাচ্ছে সে বিষয়টি তুলে ধরা হয়েছে। অর্থাৎ সব অঙ্গনে নারী সমানভাবে পারদর্শী সেই বিষয়টি ফুটে উঠেছে।

গুগল ডুডলটি প্রকাশ করা হয়েছে গুগলের মালিকানাধীন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্মেও। গুরুত্বপূর্ণ দিবসে অথবা বিশেষ কোনো ব্যক্তির স্মরণে এমন ডুডল প্রকাশ করে থাকে গুগল। সার্চ বক্সের ওপর গুগলের নামের সঙ্গে সাধারণত দিবস বা ঘটনাসংশ্লিষ্ট ছবি বা এনিমেশন দিয়ে এ ডুডল প্রদর্শন করা হয়ে থাকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: