ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

অ্যাপেলের রাশিয়ায় পণ্য বিক্রি বন্ধের ঘোষণা

4 March 2022, 7:23:52

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিষয়ে অ্যাপল ইনকরপোরেশন উদ্বেগ প্রকাশ করেছে। রাশিয়ায় টেক জায়ান্ট ‘অ্যাপল’ তাদের সকল ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা করেছে। সম্প্রতি এক বিবৃতিতে টেক জায়ান্ট অ্যাপল এই তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনে রুশ হামলার প্রতিক্রিয়ায় টেক জায়ান্ট ‘অ্যাপল’ এই মানবিক সংকটে দেশটির ক্ষতিগ্রস্ত সকল মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে।

ইউক্রেনের ভাইস পিএম মাইখাইলো ফেডোরভ গত সপ্তাহে অ্যাপলের টিম কুকের কাছে ব্যক্তিগতভাবে চিঠি লিখেছিলেন। সিইওকে রাশিয়ান ব্যবহারকারীদের জন্য অ্যাপল পণ্য এবং পরিষেবাগুলো বন্ধ করার অনুরোধ করেছিলেন। তার ভিত্তিতেই এমন ব্যবস্থা গ্রহণ করল টেক জায়ান্ট।

বিবৃতিতে বলা হয়, রাশিয়ার আক্রমণ নিয়ে আমরা উদ্বিগ্ন। ইউক্রেনে সহিংসতার শিকার সকলের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে বিবৃতিতে আরও বলা হয়, আমরা সেখানে (ইউক্রেনে) মানবিক প্রচেষ্টা, শরণার্থীদের সহায়তাসহ যা যা করা সম্ভব সেগুলো করছি। আমরা পরিস্থিতির মূল্যায়ন চালিয়ে যাব এবং আমরা যে পদক্ষেপ নিচ্ছি সে বিষয়ে প্রাসঙ্গিক সরকারের সঙ্গে যোগাযোগ করছি। আমরা বিশ্বজুড়ে যারা শান্তির আহ্বান জানাচ্ছে তাদের আন্তরিক ধন্যবাদ জানাই,” অ্যাপল তার বিবৃতিতে আরও যোগ করেছে।

ইউক্রেনে হামলার প্রতিবাদে প্রতিষ্ঠানটি রাশিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি পদক্ষেপ নিয়েছে। সেগুলোর মধ্যে রাশিয়ায় সকল ধরনের পণ্য বিক্রি বন্ধ ঘোষণা, অ্যাপল স্টোর থেকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম, আরটি এবং স্পুটনিকের ডাউনলোড সেবা বাতিল। অর্থাৎ রাশিয়ার বাইরে অ্যাপলের কোনো ডিভাইসে রাশিয়ার সংবাদমাধ্যমগুলো ডাউনলোড করা যাবে না। রাশিয়ার ব্যবহারকারীরা অ্যাপলের অনলাইন স্টোরে প্রবেশ করতে পারলেও কোনো পণ্য কিনতে সক্ষম হননি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: