ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

টেলিগ্রামে একাধিক ফিচার

3 January 2022, 6:26:52

বেশ চমক দিয়েই বছর শেষ করল মেসেজিং প্ল্যাটফরম টেলিগ্রাম। অ্যাপটির নতুন আপডেটে অ্যান্ড্রয়েড ও আইওএসে বেশকিছু নতুন ফিচার উন্মুক্ত হয়েছে। ফেসবুকের মেসেঞ্জারের রিঅ্যাকশন বাটনের মতোই টেলিগ্রামে যুক্ত হয়েছে রিঅ্যাকশন সুবিধা। তবে মেসেঞ্জারের সঙ্গে পার্থক্য হলো, টেলিগ্রামের রিঅ্যাকশন ইমোজি দিতে আইওএস ডিভাইসে প্রেস এবং হোল্ড করে রাখতে হয়। আর অ্যান্ড্রয়েড ডিভাইসে একবার ক্লিক করলেই রিঅ্যাকশন ইমোজি দেওয়া যাবে। আর উভয় প্ল্যাটফরমেই যে কোনো মেসেজে দুবার ট্যাপিং করলেই থাম্বস-আপ রিঅ্যাকশন চলে যাবে।

তবে সেটিংস থেকে ডিফল্ট ডাবল-ট্যাপ রিঅ্যাকশনে কোনটি যাবে সেটি নির্ধারণ করে দেওয়া যাবে। প্রাইভেট চ্যাটের ক্ষেত্রে ইতোমধ্যেই রিঅ্যাকশন যুক্ত হয়েছে। তবে গ্রুপ এবং চ্যানেলের ক্ষেত্রে ফিচারটি অ্যাডমিনকে চালু কিংবা বন্ধ করে নিতে হবে। এ ছাড়া কোন কোন রিঅ্যাকশন দেওয়া যাবে সেটি অ্যাডমিন নির্ধারণ করে দিতে পারবেন। নতুন আপডেটে আরও যুক্ত হয়েছে স্পয়লার টেক্সট লুকিয়ে রাখার সুবিধা। মেসেজ পাঠানোর সময় কোন টেক্সট স্পয়লার সেটি নির্ধারণ করে দিলে চ্যাটে সেটি লুকানো থাকবে। তবে ট্যাপ করেই সেই লুকানো টেক্সট দেখা যাবে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: