- মাধ্যমিক স্কুলে ভর্তির লটারি আজ, দেখা যাবে ফেসবুক লাইভে
- আন্তর্জাতিক সংহতি দিবসে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী
- একই আসনে লড়বেন জিএম কাদের ও আরাফাত
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- শীত শুরু না হতেই ত্বক ফাটতে শুরু করেছে জেনে নিন কিছু টিপস
- মানকচু পোড়ায় চিংড়ি বাটা রেসিপি
- মিধিলির পথেই উপকূলে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম
- সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের
- অটোচালকের দেওয়া আগুনে ঘুমন্ত ছেলে-মেয়ের মৃত্যু, স্ত্রী হাসপাতালে
- ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে পড়ার শঙ্কা উচ্চ মাধ্যমিকের সাড়ে ১৩ লাখ ফল প্রত্যাশীর

আজ থেকে বন্ধ হচ্ছে অবৈধ মোবাইল ফোন

আজ শুক্রবার থেকে বন্ধ হচ্ছে দেশের সকল অনিবন্ধিত বা অবৈধ মোবাইল ফোন। গত ১ জুলাই থেকে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি মোবাইল সেটের আইএমইআই নিবন্ধনের কাজ শুরু করে, যাকে বলা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর)। ওই সময়ই জানিয়ে দেওয়া হয়েছিল, ১ অক্টোবর থেকে নেটওয়ার্কে নতুনভাবে সংযুক্ত সব অবৈধ হ্যান্ডসেটের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। গতকাল বৃহস্পতিবার বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি আবারও মনে করিয়ে দিয়েছে।
নতুন করে নেটওয়ার্কে যুক্ত হওয়া অবৈধ মুঠোফোনের সংযোগ আজ (১ অক্টোবর) থেকে বিচ্ছিন্ন হচ্ছে। গত তিন মাস ধরে এ কার্যক্রম পরীক্ষামূলকভাবে চলছিল। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) গতকাল (৩০ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সেখানে বলা হয়, অবৈধভাবে আমদানি হলেও যেসব সেট গত ৩০ জুন পর্যন্ত বাংলাদেশের কোনো মোবাইল ফোন অপারেটরের নেটওয়ার্কে চালু ছিল সেগুলো বন্ধ করা হবে না। কারণ, এসব সেট স্বয়ংক্রিয়ভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সিস্টেমে নিবন্ধিত।
১ জুলাই থেকে চালু করা নতুন সেটগুলো (যেগুলো অবৈধভাবে আমদানি করা) শুক্রবার থেকে বন্ধ হয়ে যাবে। তবে, নিবন্ধন করে সেগুলো চালু করা যাবে। বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, গত ১ জুলাই থেকে অবৈধ মুঠোফোনের সংযোগ বিচ্ছিন্ন কার্যক্রম পরীক্ষামূলকভাবে শুরু করা হয়। তিন মাসের মধ্যে এটি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ছিল এর শেষদিন।
এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হলো- জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধিত সিম কার্ডের সঙ্গে ট্যাগিং করে প্রতিটি মুঠোফোন নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন সরকারি সেবা গ্রহণ ও দেওয়া নিশ্চিত করা, অবৈধভাবে উৎপাদিত ও আমদানি করা মুঠোফোনের ব্যবহার বন্ধের মাধ্যমে সরকারের রাজস্ব আহরণ নিশ্চিত করা, ব্যবহৃত মুঠোফোনের চুরি ও অবৈধ ব্যবহার রোধ এবং জাতীয় নিরাপত্তার স্বার্থে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সহায়তা দেওয়া।
মোবাইল ক্রেতাদের উদ্দেশ্যে বিটিআরসি জানায়, মোবাইল হ্যান্ডসেট কেনার আগে মেসেজ অপশন থেকে KYD ও ১৫ ডিজিটের IMEI নম্বর লিখে (উদাহরণ স্বরূপ KYD 123456789012345) ১৬০০২ নম্বরে পাঠানোর মাধ্যমে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করে ক্রয় করতে হবে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: