ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

উপজেলা নির্বাচনে আ.লীগ নেতাদের জয়জয়কার

9 May 2024, 11:03:36

প্রথম ধাপে ১৩৯ উপজেলা পরিষদের নির্বাচন বুধবার অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। রাত ১টা পর্যন্ত পাওয়া ১০০ উপজেলার ফলাফলে আওয়ামী লীগের ৬৩, বিএনপির চার, জাতীয় পার্টির দুই এবং জনসংহতি সমিতির দুই নেতা বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। প্রতিনিধিদের পাঠানো খবর-

রাঙামাটি : রাঙামাটি সদরে জনসংহতি সমিতির চেয়ারম্যান পদে অন্ন সাধন চাকমা, ভাইস চেয়ারম্যান পলাশ কুসুম চাকমা ও ভাইস চেয়ারম্যান (নারী) রিতা চাকমা এবং বরকলে চেয়ারম্যান পদে বিধান চাকমা, ভাইস চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা ও ভাইস চেয়ারম্যান (নারী) সুচরিতা চাকমা। কাউখালীতে আওয়ামী লীগের চেয়ারম্যান মো. শামসুদ্দোহা চৌধুরী, ভাইস চেয়ারম্যান হ্লাথোয়াই মারমা ও ভাইস চেয়ারম্যান (নারী) নিংবাইউ মারমা এবং জুরাছড়িতে চেয়ারম্যান পদে জ্ঞানেন্দু বিকাশ চাকমা, ভাইস চেয়ারম্যান (পুরুষ স্বতন্ত্র) কামিনী রঞ্জন চাকমা ও ভাইস চেয়ারম্যান (নারী স্বতন্ত্র) অনিতা দেবী চাকমা।

মাগুরা : সদর উপজেলায় চেয়ারম্যান আওয়ামী লীগের রানা আমির ওসমান ও শ্রীপুরে শরীয়াত উল্লাহ রাজন। চরভদ্রাসন (ফরিদপুর) : চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান আওয়ামী লীগের মো. আনোয়ার আলী মোল্যা। সুনামগঞ্জ ও দিরাই : দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়। শাল্লা উপজেলায় জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট অবনী মোহন দাশ। জুড়ী (মৌলভীবাজার) : জুড়ী উপজেলায় আওয়ামী লীগের কিশোর রায় চৌধুরী মনি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কক্সবাজার : সদর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা নুরুল আবছর, কুতুবদিয়ায় ব্যারিস্টার হানিফ বিন কাশেম।

মানিকগঞ্জ : সিংগাইরে আওয়ামী লীগের সায়েদুল ইসলাম চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মো. রমিজ উদ্দিন ও নারী ভাইস চেয়ারম্যান আনোয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন। হরিরামপুরে আওয়ামী লীগের দেওয়ান সাইদুর রহমান চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান মো. বিল্লাল হোসেন ও নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার চায়না নির্বাচিত হয়েছেন।

বান্দরবান : সদর উপজেলায় বিএনপির মো. আব্দুল কুদ্দুছ ও আলীকদমে আওয়ামী লীগের মো. জামাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া সদর উপজেলায় ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মো. ফারুক আহমেদ, নারী ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মেহাইনু মারমা নির্বাচিত হয়েছেন। আলীকদমে ভাইস চেয়ারম্যান বিএনপির মো. রিটন ও নারী ভাইস চেয়ারম্যান বিএনপির শিরিনা আক্তার নির্বাচিত হয়েছেন।

কালীগঞ্জ ও শ্যামনগর (সাতক্ষীরা) : জেলার শ্যামনগর উপজেলায় জয়ী হয়েছেন মো. সাঈদ উজ জামান সাঈদ। কালীগঞ্জ উপজেলায় নির্বাচিত শেখ মেহেদী হাসান সুমন। সুবর্ণচর (নোয়াখালী) : নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর ছেলে আতাহার ইশরাক শাবাব চৌধুরী চেয়ারম্যান নির্বাচিত।

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) : ঢাকার দোহারে মো. আলমগীর হোসেন ও নবাবগঞ্জে নাসিরউদ্দিন আহমেদ ঝিলু পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। দোহারে ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ গিয়াসউদ্দিন সোহাগ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা আক্তার (বিথী) নির্বাচিত হয়েছেন। নবাবগঞ্জ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে মো. আরিফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে রোকসানা বেগম বিজয়ী হয়েছেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) : সীতাকুণ্ডে জয়ী হয়েছেন আনারস প্রতীকের মোহাম্মদ আরিফুল আলম চৌধুরী (রাজু)। ফরিদপুর সদর : ফরিদপুরের আলোচিত দুই হাজার কোটি টাকা পাচার মামলায় কারাগারে থেকে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হলেন শামচুল আলম চৌধুরী।

মতলব (চাঁদপুর) : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিজয়ী হয়েছেন অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার (আওয়ামী লীগ) ও মতলব উত্তর উপজেলায় মোহাম্মদ মানিক (আওয়ামী লীগ)।
সাঁথিয়া (পাবনা) : সাঁথিয়া উপজেলায় বিজয়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল রানা খোকন। বড়লেখা (মৌলভীবাজার) : মৌলভীবাজারের বড়লেখায় আওয়ামী লীগ নেতা আজির উদ্দিন। কলমাকান্দা (নেত্রকোনা) : নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা আওয়ামী লীগের সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক আব্দুল কুদ্দুছ নির্বাচিত হয়েছেন।

রাজৈর (মাদারীপুর) : রাজৈর উপজেলায় হাজি মো. মহাসিন মিয়া চেয়ারম্যান নির্বাচিত।
নওগাঁর তিন উপজেলা : পত্নীতলা উপজেলায় চেয়ারম্যান পদে আব্দুল গাফ্ফার, ধামইরহাট উপজেলায় আজাহার আলী ও বদলগাছী উপজেলায় শামসুল আলম খান পুনরায় বিজয়ী হয়েছেন।
সিংগাইর (মানিকগঞ্জ) : মো. সায়েদুল ইসলাম বিজয়ী হয়েছেন। গোলাপগঞ্জ (সিলেট) : গোলাপগঞ্জে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মঞ্জুর কাদির শাফি এলিম।

সিলেট : সিলেট সদরে উপজেলা আ.লীগের সহসভাপতি অধ্যক্ষ সুজাত আলী, দক্ষিণ সুরমায় উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, বিশ্বনাথে বিএনপি সমর্থক সোহেল চৌধুরী।
মৌলভীবাজার : কুলাউড়ায় কুলাউড়া উপজেলা আঞ্জুমানে আল ইসলামের সাধারণ সম্পাদক মো. ফজলুল হক খান, জুড়ীতে উপজেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক কিশোর রায় চৌধুরী মনি।
হবিগঞ্জ : বানিয়াচংয়ে আওয়ামী লীগ নেতা মো. ইকবাল হোসেন খান, আজমিরীগঞ্জে আ.লীগ নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আলাউদ্দিন।

সুনামগঞ্জ : দিরাইয়ে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়, শাল্লায় জেলা আ.লীগের উপদেষ্টা অবনী মোহন দাস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

দিনাজপুরের তিন উপজেলা : ঘোড়াঘাটে উপজেলা আওয়ামী লীগের সদস্য কাজী শুভ রহমান চৌধুরী, হাকিমপুরে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মো. কামাল হোসেন রাজ ও বিরামপুরে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ কবীর চেয়ারম্যান নির্বাচিত। মনিরামপুর-কেশবপুর (যশোর) : মনিরামপুরে চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু ও কেশবপুরে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মফিজুর রহমান বিজয়ী হয়েছেন। বান্দরবান : বান্দরবান সদরে বিএনপি ঘরানার আব্দুল কুদ্দুস ও আলীকদমে আওয়ামী লীগ সমর্থক জামাল উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত। কেরানীগঞ্জ (ঢাকা) : কেরানীগঞ্জ উপজেলায় টানা চতুর্থবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি শাহীন আহমেদ।

গাজীপুর সদর : গাজীপুর সদর উপজেলায় বিএনপির বহিষ্কৃত নেতা ইজাদুর রহমান মিলন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কাপাসিয়া (গাজীপুর) : কাপাসিয়ায় জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান নির্বাচিত হয়েছেন। কালীগঞ্জ (গাজীপুর) : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আলহাজ আমজাদ হোসেন স্বপন।

ভেদরগঞ্জ : ওয়াসেল কবির গুলফাম (আ.লীগ) চেয়ারম্যান নির্বাচিত। নড়িয়া : ইসমাইল হক (আ.লীগ) চেয়ারম্যান নির্বাচিত। সিংড়া উপজেলা : দেলোয়ার হোসেন পাশা (আ.লীগ) (বিনা ভোট)। দামুড়হুদা : আলী মুনসুর বাবু (আ.লীগ)। জীবননগর : হাফিজুর রহমান (আ.লীগ)। পিরোজপুর সদর : বায়েজীদ হোসেন (ছাত্রলীগ)। নাজিরপুর : নূরে আলম শাহী (আ.লীগ)। ইন্দুরকানী : জিয়াউল আহসান গাজী (যুবলীগ)।

জামালপুর সদর : বিজন কুমার চন্দ (আ.লীগ)। সিরাজগঞ্জ সদর : রিয়াজ উদ্দিন (আ.লীগ)। কাজীপুর উপজেলা : খলিলুর রহমান (আ.লীগ)। বেলকুচি : আমিনুল ইসলাম (আ.লীগ)। রামগড় উপজেলা : বিশ্ব ত্রিপুরা (আ.লীগ)। মাটিরাঙা উপজেলা : আবুল কাশেম (স্বতন্ত্র)। মানিকছড়ি : জয়নাল আবেদিন (আ.লীগ)। কালাই উপজেলা : মিনফুজুর রহমান (আ.লীগ)। চিলমারী : মো. রুকুনুজ্জামান শাহীন (জাতীয় পার্টি)।
পঞ্চগড় সদর : শাহনেওয়াজ প্রধান শুভ (আ.লীগ)। বাকেরগঞ্জ : রাজিব আহম্মেদ তালুকদার (যুবলীগ)। ডোমার : ফারহানা আখতার সুমি (আ.লীগ)। মতলব দক্ষিণ : সিরাজুল মোস্তফা (আ.লীগ)। মতলব উত্তর : মোহাম্মদ মানিক (আ.লীগ)। মেহেরপুর সদর : মো. আনারুল ইসলাম (আ.লীগ)। মুজিবনগর : আমাম হোসেন (আ.লীগ)। মধুখালী : মোহাম্মদ মুরাদুজ্জামান। ক্ষেতলাল : দুলাল মিয়া সরদার। আক্কেলপুর : মোকছেদ আলী মন্ডল। বন্দর উপজেলা : মাকসুদ হোসেন (জাতীয় পার্টি)। হাকিমপুর : মো. কামাল হোসেন রাজ (আ.লীগ)। বিরামপুর : মো. পারভেজ কবীর (আ.লীগ)। ঘোড়াঘাট : কাজী শুভ রহমান চৌধুরী (আ.লীগ)। গোলাপগঞ্জ : এলিম চৌধুরী (আ.লীগ)। নাসিরনগর : রুমা আক্তার (আ.লীগ)। গাবতলী : অরুণ কান্তি রায় সিটন (ছাত্রলীগ)। সোনাতলা : মিনহাদুজ্জামান লিটন (আ.লীগ)। সারিয়াকান্দি : সাখাওয়াত হোসেন সজল (আ.লীগ)। বদলগাছী : মো. সামসুল আলম খান। পত্নীতলা : মো. আব্দুল গাফ্ফার। ধামইরহাট : মো. আজাহার আলী। কুতুবদিয়া : হানিফ বিন কাশেম (স্বতন্ত্র)। কক্সবাজার সদর : নুরুল আবছার (স্বতন্ত্র)। খোকসা : আল-মাসুম মোর্শেদ শান্ত (আ.লীগ)। কুষ্টিয়া সদর : আতাউর রহমান আতা (আ.লীগ)। কাউনিয়া : আনোয়ারুল ইসলাম মায়া (আ.লীগ)। পাটগ্রাম : রুহুল আমীন (আ.লীগ)। ধনবাড়ী : আব্দুল ওয়াদুদ। মধুপুর : ইয়াকুব আলী।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: