ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

বেসামরিক পর্যটক নিয়ে প্রথম মহাকাশ যাত্রা

15 September 2021, 10:42:26

নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে বুধবার চারজন বেসামরিক যাত্রী নিয়ে একটি মহাকাশযান পৃথিবীর কক্ষপথে যাচ্ছে। এটিই বিশ্বের প্রথম মহাকাশযান যার সব যাত্রী বেসামরিক। মহাকাশ পর্যটনের ক্ষেত্রে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ।

যুক্তরাষ্ট্রের স্পেস পোর্টের ইতিহাসিক লঞ্চ প্যাড ৩৯-এ থেকে যুক্তরাষ্ট্রের জ্যারেড আইজাকম্যান, হেইলি আর্সেনউক্স, ক্রিস সেমব্রোস্কি এবং সিয়ান প্রক্টরকে নিয়ে স্থানীয় সময় বুধবার রাতে যখন মহাকাশযানটি যাবে তখন আবহাওয়া ৭০ শতাংশ অনুকূলে থাকবে। ওই লঞ্চ প্যাডটি ১৯৬০ ও ৭০-এর দশকে চাঁদে যাওয়ার জন্য অ্যাপোলো মিশনে ব্যবহার করা হয়েছিল। খবর রয়টার্সের

স্পেসএক্স নির্মিত ক্রু ড্রাগন মহাকাশযানে চড়ে ওই চারজন মহাকাশে যাবেন। বেসরকারিভাবে পরিচালিত ওই কোম্পানিটি আর্ন্তজাতিক মহাকাশ স্টেশনে নভোচারী পাঠানো শুরু করেছে। সম্পূর্ন স্বয়ংক্রিয় ক্রু ড্রাগন মহাকাশযানটি নভোচারীদের পৃথিবী পৃষ্ঠ থেকে ৫৭৫ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাবে। যা আইএসএস এবং হাবল স্পেস টেলিস্কোপের ঠিক উপরে।

স্পেসএক্স জানিয়েছে, ওই চারজন মহাকাশ পর্যটক তিন দিন পর ফ্লোরিডার উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে অবতরণের আগে পৃথিবীতে মানুষের উন্নততর স্বাস্থ্য এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশযান যাত্রার সময় স্বাস্থ্য রক্ষা নিয়ে বৈজ্ঞানিক গবেষণা করবেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: