ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

মহাকাশে কথা বলার নতুন ফিচার আনল টুইটার

8 August 2021, 6:30:32

সারা বিশ্বজুড়ে টুইটার ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে। টুইটার বিশ্বের দ্বিতীয় বড় সামাজিক যোগাযোগ ও মাইক্রোব্লগিংয়ের মাধ্যম। সম্প্রতি মাইক্রোব্লগিং সাইট টুইটার ব্যবহারকারীদের স্পেসে কথোপকথনের জন্য দুটি সহ-হোস্ট যোগ করার সুবিধা আনল। কো-হোস্টরা সহজেই অনুরোধ পরিচালনা করতে, আরও বক্তাদের আমন্ত্রণ জানাতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দিতে এমনকী টুইট পিন করতেও সক্ষম। সম্প্রতি টুইট করে স্পেস টিমের এই ফিচারগুলোর কথা ঘোষণা করল টুইটার।

হোস্ট দুটি সহ-হোস্টের জন্য আমন্ত্রণ পাঠাতে পারে। টেবিলটি আরও বড় হয়েছে: ১ জন হোস্ট, ২ জন সহ-হোস্ট এবং ১০ জন স্পিকার।

সহ-হোস্টরা স্পিকারকে আমন্ত্রণ জানাতে, অনুরোধ পরিচালনা করতে, অংশগ্রহণকারীদের সরিয়ে দেওয়া, টুইট পিন করা এবং আরও অনেক কিছু করতে সহায়তা করবে !

যদি আপনি অ্যাক্সেস পেয়ে থাকেন তবে আপনি আইওএস-এ কম্পোজ বোতামটি দীর্ঘক্ষণ টিপে এবং অ্যানড্রয়েডে কেবল “+” ট্যাপ করে টুইটারে এই ফিচার ব্যবহার করতে সক্ষম হবেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: