ইন্টারনেট
হোম / তথ্য-প্রযুক্তি / বিস্তারিত
ADS

অব্যবহৃত ডেটা ফেরত পাবে গ্রাহক

7 August 2021, 9:38:21

বর্তমানে মোবাইল অপারেটররা নির্দিষ্ট মেয়াদের বিপরীতে ইন্টারনেট ডেটা বিক্রি করে থাকে। ব্যবহারকারী ওই সময়ের মধ্যে সম্পূর্ণ ডেটা ব্যবহার করতে না পারলে অব্যবহৃত ডেটা পরে আর ব্যবহার করতে পারেন না। এটা নিয়ে অনেক দিন ধরেই ক্ষোভ আছে গ্রাহদের। সেসব গ্রাহকসাধারণের স্বার্থ বিবেচনা করে ডেটা প্যাকেজের মেয়াদ বাড়ানো এবং অবশিষ্ট অব্যবহৃত ইন্টারনেট ডেটা যেন ইন্টারনেট ব্যবহারকারী ব্যবহার করতে পারেন এ বিষয়ে ব্যবস্থা নিতে বিটিআরসি ও মোবাইল অপারেটরদের প্রতি নির্দেশনা দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। গত সোমবার কানাডাভিত্তিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান টিকেসি টেলিকমের সঙ্গে বিটিআরসির টেলিকম মনিটরিং সিস্টেম ক্রয় সংক্রান্ত একটি চুক্তি সম্পাদন অনুষ্ঠানে এমনটাই নির্দেশনা দিয়েছেন তিনি। এ নির্দেশনার পাশাপাশি নির্দিষ্ট মেয়াদের পরের উদ্বৃত্ত ডেটা ব্যবহারকারীকে পরে ব্যবহার করার সুযোগ দিতেও নির্দেশ দেন তিনি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: