ইন্টারনেট
হোম / Breaking News, খেলাধুলা / বিস্তারিত
ADS

দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবার টেস্ট জয়

2 December 2023, 2:05:08

প্রথমবারের মতো নিজেদের মাটিতে নিউজিল্যান্ডকে টেস্টে হারালো বাংলাদেশ। সিলেট টেস্টে কিউইদের বিপক্ষে ১৫০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছে স্বাগতিকরা। টেস্টে দ্বিতীয়বারের মতো দেশটির বিপক্ষে জয় পেলো বাংলাদেশ। তাতে ২ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে থাকল নাজমুল হোসেন শান্তর দল। ৬ ডিসেম্বর মিরপুরে শুরু দ্বিতীয় টেস্ট।

পূর্ণশক্তির নিউজিল্যান্ডের বিপক্ষে সেরা দল নিয়ে নিয়ে নামতে পারেনি বাংলাদেশ। অধিনায়ক সাকিব আল হাসান, অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল, এক্সপ্রেস পেসার ইবাদত হোসেন না থাকার পরও ইতিহাস গড়ে ফেলল নতুন চেহারার বাংলাদেশ। প্রথম ইনিংসে মাহমুদুল হাসান জয়ের ৮৬, পরের ইনিংসে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরি, দুই ইনিংসেই তাইজুল ইসলামের ঘূর্ণিজাদু মোটাদাগে এনে দিয়েছে অবিস্মরণীয় জয়। বাংলাদেশ: ৩১০ ও ৩৩৮, নিউজিল্যান্ড: ৩১৭ ও ১৮১

টেস্টের চতুর্থ দিন শেষেই জয়ের অঙ্কটা মিলিয়ে ফেলেছিল বাংলাদেশ। শনিবার পঞ্চম দিনের সকালে ছিল ফলের অপেক্ষা। টাইগাররা তা পেয়ে গেছে দিনের প্রথম সেশনেই। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর প্রথম আন্তর্জাতিক ম্যাচে পাওয়া অভাবনীয় জয় কিছুটা হলেও স্বস্তি দেবে দেশের ক্রিকেটকে।

৩৩২ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে আগের দিন ১১৩ রান তুলতেই ৭ উইকেট হারায় নিউজিল্যান্ড। বাকি ৩ উইকেটে তাদের জয়ের জন্য প্রয়োজন আরো ২১৯ রান। কঠিন সমীকরণে ব্যাটিং করতে নেমে ড্যারেল মিশেল ব্যক্তিগত ফিফটি পেরিয়ে আউট হতেই জয়ের দুয়ারে চলে যায় বাংলাদেশ। কিউই অধিনায়ক টিম সাউদিকে ফিরিয়ে পঞ্চম শিকারের দেখা পান তাইজুল। শেষের উইকেটটিও নেন এ বাঁহাতি স্পিনার। প্রথম ইনিংসে শিকার করেন ৪ উইকেট। দ্বিতীয়বারের মতো ম্যাচে ১০ উইকেট শিকার করেন। সাকিব আল হাসান চোট ও নির্বাচণী প্রচারণার কারণে না থাকায় শান্ত পান প্রথমবারের মতো টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দেয়ার দায়িত্ব। অধিনায়কত্বের অভিষেক রাঙান জয় দিয়ে। নেতৃত্বের অভিষেকে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র সাকিবই ছিলেন। এবার যোগ হলেন শান্ত।

মাশরাফী বিন মোর্ত্তজা চোটে পড়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবার নেতৃত্ব দেন সাকিব। সেই ম্যাচে দ্বিতীয়সারির ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ। সাকিব ৯৬ রানের অপরাজিত ম্যাচ উইনিং ইনিংস খেলেছিলেন। অধিনায়ক হিসেবে সেঞ্চুরি করে সেটি ছাড়িয়ে যান শান্ত। ২০২২ সালের জানুয়ারিতে মাউন্ট মঙ্গানুইয়ে নিজেদের টেস্ট ইতিহাসের অন্যতম স্মরণীয় জয়গুলোর একটি পেয়েছিল বাংলাদেশ। প্রথমবারের মতো কিউইদের হারিয়েছিল তাদেরই ঘরের মাঠে। ২০১৬ সালে ইংল্যান্ড ও ২০১৭ সালে অস্ট্রেলিয়াকে হারানোর পর ঘরের মাঠে আবারও বড় দলের বিপক্ষ জয় পেল বাংলাদেশ।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: