- ছুটিতে এটিএম সেবা সবসময় চালু রাখার নির্দেশ
- চলন্ত বাসে ফের ডাকাতি, চালক-হেলপার আটক
- রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনার পর ইউক্রেনের সঙ্গে বসবে যুক্তরাষ্ট্র
- হান্নান মাসউদের ওপর হামলা, যে বার্তা দিলেন হাসনাত আব্দুল্লাহ
- কবে মাঠে ফিরবেন তামিম, জানালেন চিকিৎসক
- স্বাধীন বাংলাদেশে এখনো ন্যায়সঙ্গত সমাজ প্রতিষ্ঠা সম্ভব হয়নি: প্রধান উপদেষ্টা

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে বয়ানে থাকছেন যারা

দিল্লীর নিজামুদ্দিন মারকাজের অধীনে আগামীকাল শুক্রবার শুরু হবে দ্বিতীয় পর্ব। এ পর্বে দিল্লির মাওলানা সাদ আহমদ কান্ধলভীর অনুসারীরা অংশগ্রহণ করবেন।
নিয়ম অনুযায়ী, শুক্রবার বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে বিশ্ব ইজতেমা শুরু হওয়ার কথা থাকলেও আজ বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের (সার্বিক) মধ্য দিয়ে অনানুষ্ঠানিকভাবে শুরু করবেন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব।
আজ নিজামুদ্দিন মারকাজের মিডিয়া সমন্বয়ক মো. সায়েম যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আজ সকাল ১০টা থেকে ময়দানে খিত্তায় খিত্তায় তালিম হয়। বিদেশি সাথীদের খিমায় আলাদা আলাদা ভাষায় তালিম হয়। বাদ জোহর ময়দানে আগত মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করবেন বাংলাদেশি মাওলানা মোশাররফ হোসেন। বাদ আসর পাকিস্তানের মাওলানা হারুনের আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তার বয়ানের তরজমা করবেন মাওলানা আব্দুল্লাহ চাঁদপুরী। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা ইয়াকুব সিলানী। তার বয়ান তরজমা করবেন মাওলানা মনির বিন ইউসুফ।
মো. সায়েম জানান, আগামীকাল শুক্রবার বাদ ফজর বয়ান করবেন দিল্লির নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার। সকাল সাড়ে দশটায় খিত্তায় খিত্তায় তালিম হবে। জুমার নামাজের ইমামতি করবেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বী ও কাকরাইল মসজিদের শুরা সদস্য ওয়াসিফুল ইসলাম। বাদ আসর বয়ান করবেন নিজাম উদ্দিন মারকাজের হাফেজ মনজুর। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ। আগামী শনিবার বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মোরসালিন। সকাল সাড়ে ৯টায় তালিমের মওজুর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মুফতি ইয়াকুব। বাদ জোহর বয়ান করবেন আরবের জনৈক মেহমান, বাদ আসর বয়ান করবেন বাংলাদেশী মাওলানা মনির বিন ইউসুফ। বাদ মাগরিব বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা আব্দুস সাত্তার।
তিনি আরও জানান, রবিবার আখেরি মোনাজাতের দিন বাদ ফজর বয়ান করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা মুফতি রিয়াসাত। হেদায়েতের কথা ও দোয়া পরিচালনা করবেন নিজামুদ্দিন মারকাজের মাওলানা জামশেদ। তবে আখেরী মোনাজাত কে পরিচালনা করবেন তা এখনো চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ৩১ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি শুরায়ী নেজামের (জুবায়েরপন্থি) ইজতেমা সম্পন্ন হয়। এখন বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদ আহমদ কান্ধলভী অনুসারী মুসল্লিরা অংশ নিচ্ছেন। ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: