ইন্টারনেট
হোম / ধর্ম / বিস্তারিত
ADS

রজব থেকেই রমজানের প্রস্তুতি নিন

12 February 2024, 6:35:47

ইবাদতের মাস! সাধনা আর সংযমের মাস রমজান আসতে আর কত দেরি! এভাবেই প্রতীক্ষার প্রহর গোনেন মুত্তাকিরা। রমজানের জন্য প্রতীক্ষার পদ্ধতি ও দোয়া শিখিয়েছেন আমাদের নবীজি (সা.)।

রজব মাস থেকেই তিনি রমজানের প্রস্তুতি নিতেন। সব ব্যস্ততা কমিয়ে আনতেন একে একে। যেন রমজানের পুরো সময়টাই আল্লাহর প্রেমে কাটিয়ে দিতে পারেন।

হজরত আনাস ইবনে মালেক (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘যখন পশ্চিম আকাশে রজবের বাঁকা চাঁদ দেখা যেত, তখন রাসুল (সা.) এ দোয়া করতেন—

‘আল্লাহুম্মা বারিকলানা ফি রাজাবা ওয়া শাবান। ওয়া বাল্লিগনা রামাদান।’

অর্থ: ‘হে আল্লাহ আমাদের জন্য রজব ও শাবান মাসকে বরকতময় করে দিন। আর আমাদের হায়াত রমজান মাস পর্যন্ত পৌঁছে দিন।’ (সুনানে নাসায়ি ও মুসনামে আহমাদ।)

রজব মাসের আজ ১২ তারিখ। শাবানের পরই রমজান। রমজানের জন্য নিজেকে প্রস্তুত করার এই তো সময়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: