- ভোটাধিকার কেড়ে নিলে মানুষ মেনে নেয় না: প্রধানমন্ত্রী
- ঐতিহাসিক ছয় দফা দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
- বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর মধ্যে সহযোগিতা জোরদার করা উচিত: প্রধানমন্ত্রী
- জাতিসংঘ মধ্যস্থতা করবে এ রকম কোনো সংকট দেশে হয়নি: ওবায়দুল কাদের
- ইউক্রেনের বিশাল বাঁধ ধ্বংস, পালাচ্ছেন হাজার হাজার মানুষ
- ক্রমশ শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, তৈরি হতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়
- দেশে ফিরেছেন সাকিব, খেলছেননা আফগানিস্তানের বিপক্ষে
- সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ১৩
- ওয়ারীতে গ্যাসলাইনে বিস্ফোরণে দগ্ধ

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিক বহনকারী একটি লরির সঙ্গে নির্মাণ কাজে ব্যবহৃত একটি টিপার ট্রাকের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের পান-দ্বীপ এক্সপ্রেস ওয়ের দুর্ঘটনাটি ঘটে।
এ তথ্য নিশ্চিত করেছেন সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স।
তোফাজ্জল হোসেনের (৩৩) বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়।
সিঙ্গাপুরের স্ট্রেইটসটাইমস পত্রিকাকে পুলিশ জানিয়েছে, মারাত্মক আহতাবস্থায় তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত শ্রমিক বহনকারী লরিটির পেছনে মোট ১৭ জন অভিবাসী শ্রমিক ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মৃত্যুর কারণে ৩৬ বছর বয়সী এক লরি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।
আহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই ব্রাইট এশিয়া কনস্ট্রাকশন কম্পানিতে কাজ করেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।
এ ব্যাপারে সিঙ্গাপুর হাইকমিশনে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সেলর আতাউর রহমান বলেন, আমরা সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে বিস্তারিত খবর পেয়েছি এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের কোনও প্রবাসী ভাইয়ের এমন নির্মম মৃত্যু আশা করিনা। সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি আমাদের মেইল পাঠালে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: