Wednesday 24 April, 2024

For Advertisement

সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

21 April, 2021 12:14:36

সিঙ্গাপুরে অভিবাসী শ্রমিক বহনকারী একটি লরির সঙ্গে নির্মাণ কাজে ব্যবহৃত একটি টিপার ট্রাকের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন।

স্থানীয় সময় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের পান-দ্বীপ এক্সপ্রেস ওয়ের দুর্ঘটনাটি ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স।

তোফাজ্জল হোসেনের (৩৩) বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়।

সিঙ্গাপুরের স্ট্রেইটসটাইমস পত্রিকাকে পুলিশ জানিয়েছে, মারাত্মক আহতাবস্থায় তোফাজ্জলকে হাসপাতালে নেওয়ার পরে তার মৃত্যু হয়। দুর্ঘটনায় কবলিত শ্রমিক বহনকারী লরিটির পেছনে মোট ১৭ জন অভিবাসী শ্রমিক ছিলেন। তারা সবাই কমবেশি আহত হয়েছেন। বেপরোয়া গতিতে গাড়ি চালানো এবং মৃত্যুর কারণে ৩৬ বছর বয়সী এক লরি ড্রাইভারকে গ্রেপ্তার করা হয়েছে।

আহতদের পূর্ণাঙ্গ পরিচয় পাওয়া না গেলেও তারা সবাই ব্রাইট এশিয়া কনস্ট্রাকশন কম্পানিতে কাজ করেন বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ ব্যাপারে সিঙ্গাপুর হাইকমিশনে যোগাযোগ করা হলে শ্রম কাউন্সেলর আতাউর রহমান বলেন, আমরা সিঙ্গাপুর পুলিশের কাছ থেকে বিস্তারিত খবর পেয়েছি এবং আমরা অত্যন্ত দুঃখ প্রকাশ করছি। আমরা আমাদের কোনও প্রবাসী ভাইয়ের এমন নির্মম মৃত্যু আশা করিনা। সিঙ্গাপুর পুলিশের পক্ষ থেকে অফিসিয়ালি আমাদের মেইল পাঠালে আমরা কোম্পানির সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করবো।

For Advertisement

সম্পাদক ও প্রকাশক:- এ এফ এম রিজাউর রহমান (রুমেল), এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট  
  • প্রধান উপদেষ্টা: মোঃ আব্দুল্লাহ আবু, এডভোকেট- বাংলাদেশ সুপ্রিম কোর্ট
সহযোগী-সম্পাদক:
    • গোলাম কিবরিয়া খান (রাজা),
সহ -সম্পাদক:
    • হাসিনা রহমান শিপন,
নিউজ রুম ইনচার্জ :
    রাশিকুর রহমান রিফাত
© সকল স্বত্ব প্রতিচ্ছবি ডটকম ২০১৫ - ২০২২ অফিস: ৭২/২ উত্তর মুগদাপাড়া, ঢাকা ই-মেইল: dailyprotichhobi@gmail.com | মোবাইল: ০১৮১৮০৯৩১৩৭ ফোন:+৮৮০২৭২৭৭১৪৭

Developed by WebsXplore