![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/02/Dhaka-Bazar-24-online-shop-in-Bangladesh.gif)
হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা জামী গ্রেফতার
![](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/04/image-416133-1619537787.jpeg)
হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে গ্রেফতার করেছে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ। মঙ্গলবার শহরের সতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ সদর উপজেলার পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আ. রহমান জামীর পুত্র। তিনি সতাল দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল এবং জমিয়তে উলাময়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা জমিয়তে ইসলামের সভাপতি।
পুলিশ জানায়, হেফাজতে ইসলামের ডাকা গত ২৮ মার্চ হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতা ও সন্ত্রাসী তাণ্ডবের অভিযোগে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়।
কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, হেফাজত তাণ্ডবে সন্ত্রাস দমন আইনে দায়ের করা মামলায় তিনি অন্যতম আসামি হিসেবে পলাতক ছিলেন।
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/protichhobi-job.gif)
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/aain-upodestha-kendro.gif)
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: