
স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন ওবায়দুল কাদের
2 January 2023, 12:40:50

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেছেন।
সোমবার সকাল সাড়ে ৮টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার শেখ ওয়ালিদ ফয়েজ এ তথ্য জানিয়েছেন।
শেখ ওয়ালিদ জানান, ‘সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ‘নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা’ করাতে তিনি সোমবার সকালে ঢাকা ত্যাগ করেছেন। স্বাস্থ্য পরীক্ষা শেষে ৪ জানুয়ারি ওবায়দুল কাদের ঢাকায় ফিরবেন।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: