ইন্টারনেট
ADS

পায়রা বন্দরে ২ নম্বর সতর্কতা সংকেত

5 December 2023, 4:57:16

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ‘ঘূর্ণিঝড় মিগজাউম’ আরও উত্তর-উত্তরপশ্চিমে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে।

এর প্রভাবে গতকাল (সোমবার) থেকে পটুয়াখালীর উপকূলীয় এলাকার আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। তবে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর শান্ত রয়েছে। বাতাসের চাপও তেমন ছিল না।

সকাল ছয়টার দিকে পায়রা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৭৫ কিলোমিটার, মোংলা সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে দেড় হাজার কিলোমিটার ও চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১ হাজার ৫৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ‘ঘূর্ণিঝড় মিগজাউম’।

দেশের সব সমুদ্র বন্দরকে ২ নম্বর দূরবর্তী সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছধরা ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। এরই মধ্যে বেশির ভাগ মাছধরা ট্রলার খাপড়াভাঙ্গা নদীতে আশ্রয় নিয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: