ইন্টারনেট
ADS

বন্ধুর অনুরোধে মালয়েশিয়ায় যাচ্ছে ১৮ হাজার বাংলাদেশি শ্রমিক

4 October 2024, 10:50:26

সম্প্রতি টিকিট জটিলতায় মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার বাংলাদেশি কর্মীদের বিষয়টি বিবেচনার প্রতিশ্রুতি দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘দুই দেশের অর্থনীতিতে বাংলাদেশের কর্মীদের অবদান গুরুত্বপূর্ণ। মালয়েশিয়ায় প্রবেশ করতে ব্যর্থ হওয়া ১৮ হাজার শ্রমিককে সব সহায়তা দেওয়া হবে।’

শুক্রবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আনোয়ার ইব্রাহিম।

দুই নেতার মধ্যকার দ্বিপক্ষীয় বৈঠক শেষে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ যৌথ সংবাদ সম্মেলন হয়।

এ সমায় আনোয়ার ইব্রাহিম আরও বলেন, ‘মালয়েশিয়া আরও কর্মী নেবে। কিন্তু এক্ষেত্রে অভিবাসন প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকতে হবে।’ আঞ্চলিক স্থিতিশীলতা প্রসঙ্গে তিনি বলেন, ‘এই অঞ্চলকে শান্তিপূর্ণ দেখতে আসিয়ানকে আরও কার্যকর করতে চায় মালয়েশিয়া।’

প্রসঙ্গত, গত ৩১ মে মালয়েশিয়া প্রবাসী কর্মী প্রবেশের শেষ দিন ছিল। সেদিন প্রায় ১৮ হাজার কর্মী বাংলাদেশ থেকে মালয়েশিয়া যেতে পারেননি।

এদিকে মুক্ত বাণিজ্য চুক্তি, কর্মসংস্থান তৈরি, ভিসা সহজীকরণ এবং উচ্চশিক্ষা, রোহিঙ্গা সমস্যা নিয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে জানিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া হবে।’

এদিন দুপুর দুইটার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। এসময় মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেওয়া হয়। স্বল্প সময়ের ঢাকা সফরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গেও সাক্ষাৎ করেন আনোয়ার ইব্রাহিম। সন্ধ্যা ৬টায় তিনি ঢাকা ছাড়েন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: