ইন্টারনেট
ADS

দেশে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে ৩০

10 January 2022, 5:04:41

দেশে আরও নয়জনের শরীরে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ওমিক্রন শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা (জিআইএসএআইডি) থেকে সোমবার এই তথ্য পাওয়া গেছে।

নতুন শনাক্ত রোগীদের সবাই ঢাকার বাসিন্দা। তাদের শরীর থেকে নেওয়া ভাইরাসের নমুনার জিন বিন্যাস বিশ্লেষণ করে ওমিক্রন সংক্রমণের তথ্য পাওয়ার বিষয়টি জানিয়েছে জিআইএসএআইডি।

গত শুক্রবার (৭ জানুয়ারি) সকাল নাগাদ জিআইএসএআইডিতে বাংলাদেশে ওমিক্রনে সংক্রমিত নিশ্চিত রোগীর সংখ্যা ছিল ২১।

এর আগে গত ১০ ডিসেম্বর দেশে প্রথম ওমিক্রন শনাক্ত হয়। জিম্বাবুয়েফেরত বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুই সদস্য প্রথমে এই ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত হন। তবে তারা ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ রিসার্স সেন্টার, বাংলাদেশ-আইসিডিডিআর,বি জানিয়েছে, বিদেশফেরত কারো করোনা ধরা পড়লে তাদের শরীর থেকে ভাইরাসের নমুনা নিয়ে জিনোম সিকোয়েন্সিং করা হচ্ছে। পাশাপাশি আক্রান্তদের সংস্পর্শে এসেছেন এমন ব্যক্তিদের কাছ থেকে নমুনা নিয়েও জিনোম সিকোয়েন্স করা হচ্ছে। আক্রান্তদের সংস্পর্শে এসে দেশেও কয়েকজন আক্রান্ত হওয়ার তথ্য পেয়েছে আইইডিসিআর।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: