ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

ইউনিয়ন পরিষদ নির্বাচন স্থগিত

29 June 2021, 9:27:05

চলমান করোনাভাইরাস পরিস্থিতির কারণে সারা দেশের ইউনিয়ন পরিষদের সব নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের এক পরিপত্রে এই তথ্য জানানো হয়েছে।

পরিপত্রে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত মেয়াদ উত্তীর্ণ এবং আশু মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদগুলোকে বিদ্যামান ইউনিয়ন পরিষদের দায়িত্ব পালন করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

স্থানীয় সরকার আইন ২০০৯ এর ১০১ ধারা মোতাবেক এ সিদ্ধান্ত দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

গত ৩ মার্চ প্রথম ধাপের ৩৭১টি ইউনিয়ন পরিষদে ভোটের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুসারে ভোট হওয়ার কথা ছিল ১১ এপ্রিল। তবে করোনা পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়। পরে গত ৩ জুন নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন। ২১ জুন ভোট হওয়ার কথা থাকলেও সীমান্তবর্তী এলাকায় কোভিড পরিস্থিতি অবনতি হওয়ায় ১৬৭টি ইউনিয়নের ভোট স্থগিত করা হয়। বাকি ২০৪টি ইউনিয়নে সেদিন ভোট অনুষ্ঠিত হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: