ইন্টারনেট
হোম / লাইফস্টাইল / বিস্তারিত
ADS

ঈদে মিষ্টিমুখ করতে তৈরি করুন খেজুরের হালুয়া

12 May 2021, 3:52:08

ঈদ খুশি ও আনন্দের দিন। এদিন তো মিষ্টিমুখ করতেই হবে। এবারের ঈদে মিষ্টিমুখ করতে তৈরি করুন খেজুরের হালুয়া। সবার ঘরেই এখন কমবেশি খেজুর আছে। তাই ঘরে থাকা উপকরণ দিয়েই ঈদের দিন তৈরি করেতে পারেন খেজুরের হালুয়া।

দুধ, বাদাম আর খেজুরে মিশেলে তৈরি করা হয় সুস্বাদু এই হালুয়া। এটি তৈরি করা অত্যন্ত সহজ। আর এই হালুয়া স্বাস্থ্যকরও বটে। তাহলে আর দেরি কেন, চলুন জেনে নেওয়া যাক খেজুরের হালুয়া তৈরির রেসিপি-

উপকরণ

১. খেজুর (বীজ ছাড়ানো) ২০০ গ্রাম
২. চিনি গুঁড়ো ১ কাপ
৩. দুধ ১ কাপ
৪. ঘি ১/৪ কাপ
৫. কাজু- ৫০ গ্রাম
৬. দারুচিনি গুঁড়ো ১/৪ চামচ

পদ্ধতি

প্রথমে কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ভেজে নিন। এবার একটা প্যানে দুধ গরম করার জন্য চুলায় বসান। এর মধ্যে খেজুর দিয়ে দিন। ভালো করে নাড়তে থাকুন।

দুধ ঘন হয়ে আসলে এবার নামিয়ে নিন। কিছুক্ষণ অপেক্ষা করে ঠান্ডা করে নিন। এরপর ব্লেন্ডারে ভালো করে দুধ ও খেজুরের মিশ্রণটি ব্লেন্ড করে নিন

এবার কড়াইতে ঘি গরম করে খেজুরের মিশ্রণ ঢেলে দিন। এর সঙ্গে কাজু বাদাম কুচি ও গুঁড়ো করে রাখা চিনি মেশান। কিছুক্ষণ নাড়াচাড়া করুন। প্রয়োজনে আরও এক চামচ ঘি দিতে পারেন।

সব ভালো করে মিশে গেলে এর সঙ্গে দারুচিনি পাউডার মিশিয়ে নিন। এবার একটা কন্টেনারে পুরো মিশ্রণটি ঢেলে ঠান্ডা করে বরফির আকারে কেটে নিন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: