Fresh mango organic product on a tropical outdoor background Copy space
গরমে অনেকেই আম বেশি খেয়ে ফেলার লোভটা সামলাতে পারেন না। আর এতেই হতে পারে নানারকম বিপদ। গরমে আম বেশি খেলে একাধিক শারিরীক সমস্যা তৈরি হয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।
– আম বেশি খেলে শরীরে বেড়ে যায় মেদ। যদি ডায়েটে থাকেন তাহলে বেশি আম না খাওয়ার পরামর্শ দিচ্ছেন ডায়েটেশিয়ানরা।
– আম থেকে অনেকের অ্যালার্জি হয়। ত্বক লাল হয়ে ফুলে ওঠে। সেদিক থেকে বেশি আম খাওয়ার আগে সাবধান হওয়া প্রয়োজন।
– আম বেশি খেলে ত্বক র্যাশ দেখা যেতে পারে। অনেকসময় ব্রণও বাড়তে থাকে অতিরিক্ত আম খেলে।
– আম বেশি খাওয়ার ফলে আমাশয়ের মতো সমস্যা শরীরে দানা বাঁধে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: