- খালি পেটে পেঁপে খেলে দূর হবে কোষ্ঠকাঠিন্যসহ যেসব রোগ
- রায়কে ফরমায়েশি বলে মির্জা ফখরুল আদালত অবমাননা করেছেন: ওবায়দুল কাদের
- থার্মোমিটারের কাজ করবে গুগলের ফোন
- ভারতে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২৮৮
- বাজেট নিয়ে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন আজ
- রাশিয়ার উৎসবে পুরস্কৃত ‘আম কাঁঠালের ছুটি’
- টয়লেটের পানির ছিটা কাপড়ে লাগলে সেটা পরে কি নামাজ হবে?
- জেনে নিন স্ট্রোকের অস্বাভাবিক লক্ষণগুলো
- বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ: প্রবাসীকল্যাণমন্ত্রী
- রাজশাহী সিটি নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

তেলাপিয়া মাছ গ্রিল করুন ১৫ মিনিটেই

গ্রিল করা মুচমুচে তেলাপিয়া খেতে সবাই পছন্দ করেন। তেলাপিয়া ভাজা কেতে এখন অনেকেই বিভিন্ন রেস্টুরেন্টে ঢুঁ মারেন। খুবই মুখোরোচক এ খাবারটি গ্রিল চিকেনের মতোই জনপ্রিয়।
সবসময়ই তো বাইরে থেকে খেয়েই থাকেন তেলাপিয়া মাছের গ্রিল। এবার না হয় ঘরেই তৈরি করুন। পরিবারের সবাই আপনার কদর অবশ্যই করবে।
ওভেনে মাত্র ১৫ মিনিটে কয়েকটি উপাদান দিয়েই তৈরি করে নিতে পারবেন মজাদার গ্রিল তেলাপিয়া। অনেকেই ভেবে থাকেন ঘরে এটি তৈরি করা বেশ ঝামেলা হবে। মোটেও নয়!
ব্যস্ততার মধ্যেও পরিবার ও অতিথিদের চমকে দিতে আপনি এ অনন্য পদটি তৈরি করতে পারেন। এটি ফ্রাইড রাইস, ভাত, পোলাও এমনকি সসের সঙ্গেও পরিবেশ করতে পারেন। জেনে নিন রেসিপি-
উপকরণ
১. তেলাপিয়া মাছ
২. ধনিয়া, মরিচ, হলুদ, কালো মরিচের গুঁড়ো
৩. পরিমাণমতো তেল
৪. লবণ
৫. কাঁচা মরিচ
৬. লাল মরিচ
৭. পেঁয়াজ বাটা
৮. আদা বাটা
৯. রসুন বাটা
পদ্ধতি
আস্ত তেলাপিয়া মাছ ভালো করে পরিষ্কার করে নিতে হবে। বিশেষ করে মাছের মাথা ও পেট খুব ভালো করে পরিষ্কার করে নিবেন। এরপর ১০-১৫ মিনিট লবণ পানিতে মাছটি ভিজিয়ে রাখুন।
এদিকে মশলাগুলো একসঙ্গে মিশিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নিন। সবগুলো উপকরণ পরিমাণমতো নিতে হবে। কয়টি মাছ গ্রিল করবেন সে অনুযায়ী মশলার মিশ্রণ তৈরি করবেন।
এবার মশলার মিশ্রণ ভালো করে মাছ মাখিয়ে নিন। মাছের পেটের কাটা অংশ দিয়েও মশলার মিশ্রণটি ঢুকিয়ে দিন। এবার মশলা মাখানো মাছ আধা ঘণ্টার জন্য মেরিনেট করে রাখুন।
ওভেনে প্রি-হিট দিয়ে নিন হাই হিটে। এরপর ৪৫০ ডিগ্রি ফারেনহাইটে ১৫ মিনিট গ্রিল করুন। অবশ্যই ওভেনের গ্রিল স্টিকে মাছটিকে ঢুকিয়ে দিতে হবে। এরপর হয়ে গেলে পরিবেশন করুন পেঁয়াজের চাটনি দিয়ে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: