- বঞ্চিত মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়াই শেখ হাসিনার মূল দর্শন : স্পিকার
- উন্নয়নের গতি বজায় রাখতে দক্ষ ও চৌকস জনশক্তি আবশ্যক: রাষ্ট্রপতি
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়ল
- ব্যাংক ও খোলা বাজারে ডলার ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান অস্বাভাবিক
- বিএনপি-জামায়াতের নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
- ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রধানমন্ত্রীর
- চীন-রাশিয়া রেলটানেলে ইউক্রেনের হামলা
- গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, চালক আহত

কালমেঘ এর পাতার মাধ্যমে রক্ত পরিষ্কার করার পদ্ধতি

বাংলাদেশের গ্রামে গঞ্জে কালমেঘ প্রচুর পরিমাণে পাওয়া যায় । কালমেঘ একটি ভেষজ উদ্ভিদ । সেই প্রচীন কাল থেকেই আমাদের বিভিন্ন সমস্যায় কালমেঘ উদ্ভিদ ব্যবহার হয়ে আসছে । প্রচীন কাল থেকেই কাল মেঘের পাতা নানা ধরনের কাজে ব্যবহার হয়ে থাকে । কালমেঘ গাছটির শিকড় ব্যতীত সব অংশই ঔষুধের কাজে লাগে। কালমেঘ অত্যন্ত তেতো এবং ভীষণ পুষ্টিকর একটি উদ্ভিদ। অনেকেই কালমেঘকে চিরতা বলে থাকে, কিন্তু কালমেঘ এবং চিরতা সম্পূর্ণ ভিন্ন দুটি গাছ। কালোমেঘ বাংলাদেশ ছাড়াও ভারতের আসাম ও হিমাচল প্রদেশ জন্মে থাকে। আমাদের বাংলাদেশে মাঠে-ঘাটে কিংবা বনবাদাড়ে অবহেলায়-অযত্নে বেড়ে ওঠে এই গাছটি। কালমেঘের অনেক উপকারিতার মধ্যে একটি হলো খুবই ভালো রক্ত পরিষ্কারক। তাহলে এখন জেনে নেওয়া যাক কিভাবে কালমেঘ রক্ত পরিষ্কার করে থাকে :
খাওয়ার নিয়মাবলি :
কালমেঘ সাধারণত আমাদের দেহের নানা ধরনের উপকারিতা করে থাকে । সমাধান তাই আমাদের উচিত নিয়মিত এটি সেবন করা হয়ে থাকে । প্রথমে কালমেঘ পাতার বেটে এর রস করে প্রতিদিন সকালে খালিপেটে খেতে হবে । আরও বেশি উপকার পেতে এর সাথে অল্প একটু আদা কুচি খেতে পারেন । একই সাথে কালমেঘ উদ্ভিদের মূল করে গুড়ো কের এক চামচ মধুর সাথে মিশিয়ে রাতে ঘুমানোর আগে খেতে পারেন । এভাবে নিয়মিত কালমেঘ উদ্ভিদ খেলে আমাদের রক্ত একদম পরিষ্কার করে থাকে ।
কালমেঘ যেভাবে আমাদের রক্ত পরিষ্কার করে থাকে :
কালমেঘে রয়েছে তিক্ত রাসায়নিক উপাদান । এই রাসায়নিক উপাদান দুটি আমাদের রক্তে মিশে থাকা নানারকম ক্ষতিকর বর্জ্য ঘাম, প্রসাব, মলের মাধ্যমে বের করে দেয়। এছাড়াও কালমেঘের মূলে আছে ফ্লাভোন, এনড্রোগ্রাফিন ও পেনিকোলিন নামক রাসায়নিক। এই রাসায়ানিক উপাদানগুলোও আমাদের রক্ত পরিষ্কারক হিসেবে সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান। আর এভাবেই কালমেঘ উদ্ভিদ আমাদের রক্ত পরিষ্কার করে থাকে। কালমেঘ তিতা স্বাদ যুক্ত হওয়ায় আমাদের রক্ত পরিষ্কার হিসেবে কাজ করে ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: