ইন্টারনেট
হোম / আইন-আদালত / বিস্তারিত
ADS

ইভ্যালির সিইও-চেয়ারম্যানের বিরুদ্ধে নতুন মামলা

19 September 2021, 1:37:07

ইভ্যালির প্রতিষ্ঠাতা ও সিইও মো. রাসেল এবং চেয়ারম্যান (তার স্ত্রী) শামীমা নাসরিনের বিরুদ্ধে প্রতারণা, অর্থ আত্মসাত এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে ধানমণ্ডি থানায় মামলা করেছেন এক ব্যবসায়ী।

মামলায় রাসেল দম্পতি ছাড়াও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।

পণ্য সরবরাহকারী একটি প্রতিষ্ঠানের মালিক কামরুল ইসলাম বাদী হয়ে শনিবার দিনগত রাতে মামলাটি করেন।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেছেন, ইভ্যালির ধানমণ্ডি কার্যালয়ে তিনি ৩৫ লাখ টাকা মূল্যের পণ্য সরবরাহ করেছেন। কিন্তু ইভ্যালি তার পাওনা টাকা পরিশোধ করেনি।

ধানমণ্ডি থানার দায়িত্বরত কর্মকর্তা এসআই অমৃতা মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে ১৬ সেপ্টেম্বর রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে গুলশান থানায় একটি মামলা হয়। আরিফ বাকের নামের ইভ্যালির এক গ্রাহক মামলাটি করেন। মামলা পর ওইদিন বিকালেই রাসেলকে গ্রেফতার করে র‍্যাব।

শুক্রবার বিকালে ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: