ইন্টারনেট
হোম / স্বাস্থ্য / বিস্তারিত
ADS

প্রেগন্যান্সির সময় দুর্বলতা ভাব কাটে না? যা করবেন!

28 December 2022, 9:47:07

খাবার খাওয়ার অনিয়ম ও শরীরে পুষ্টির অভাবে এ সমস্যা হয়ে থাকে। জেনে নিন প্রেগ্ন্যাসির সময় শরীর দুর্বল লাগলে কি করবেন…

১। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। শাকসবজি, ফলমূল, দুধ, ডিম খাওয়ার পাশাপাশি সারা দিনে পর্যাপ্ত পানি পান করাটাও জরুরি।

২। হবু মায়ের পর্যাপ্ত বিশ্রামও চাই। এ সময় রাতে অন্তত আট ঘণ্টা ঘুম জরুরি। এবং দুপুরে দুই ঘণ্টা বিশ্রাম প্রয়োজন।

৩। পানি পান করতে গেলেই যাদের গা গুলিয়ে উঠে তারা পানিতে কিছুটা লেবুর রস মিশিয়ে নিতে পারেন। এতে বমিভাব কমবে, শরীরে সতেজ ভাব চলে আসবে।

৪। টক জাতীয় খাবার দুর্বলতা কাটাতে খুবই সাহায্য করে। তাই খাবার প্লেটে টক জাতীয় ফল যেমনঃ কমলা, মাল্টা রাখুন।

৫। মাথা ঘোরা কমাতে আপেল খুব কার্যকরী। খাবারে রুচি আনতে পিনাট বাটারও কার্যকরী। তাই পিনাট বাটার এবং আপেল খাওয়ার চেষ্টা করুন।

৬। এসময় খালি পেটে থাকা একদম উচিত নয়। বেশিক্ষণ খালি পেটে থাকলে রক্তে শর্করার পরিমাণ কমে গিয়ে শরীর দুর্বল হতে পারে। তাই কয়েকঘন্টা পরপরই কিছু খাওয়ার চেষ্টা করুন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: