- পূজার আগে ঢাকায় বড় সমাবেশ থেকে আলটিমেটাম
- কাল শুরু ওয়ানডে বিশ্বকাপ, আজ থাকছে যেসব অনুষ্ঠান
- দেশের পথে প্রধানমন্ত্রী
- চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত
- আবারো স্বর্ণের নতুন দাম নির্ধারণ
- দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- মূল্যস্ফীতির হার বেড়েছে কমছে ক্রয়ক্ষমতা
- প্রবলবেগে ধেয়ে আসছে উজানের ঢল, রুদ্রমূর্তি তিস্তার
- ইতালিতে ফ্লাইওভার থেকে বাস ছিটকে পড়ে শিশুসহ নিহত ২১
- ডিবি হেফাজতে আইনজীবীর সহকারীকে হত্যার অভিযোগ

তিশার সারপ্রাইজ আগেই জেনে গেছেন ফারুকী

নাটক-বিজ্ঞাপন দিয়ে নির্মাণ ক্যারিয়ার শুরু করেন জনপ্রিয় পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী। চলচ্চিত্র নির্মাণ করেও পেয়েছেন জনপ্রিয়তা। আজ রোববার (২ মে) এই নির্মাতার ৪৮তম জন্মদিন। ১৯৭৩ সালের ২ মে ঢাকার নাখালপাড়ায় জন্মগ্রহণ করেন ফারুকী। করোনা পরিস্থিতিতে ঘরবন্দি জীবন কাটছে ফারুকী ও তার স্ত্রী অভিনেত্রী তিশার। তবে মধ্যরাতে স্বামীর জন্মদিন উপলক্ষে কেক কাটার আয়োজন করতে ভুলেননি তিশা। একইসঙ্গে প্রতিবারের মতো এবারও ফারুকীকে তিনি জন্মদিনের সারপ্রাইজ দেওয়ার পরিকল্পনা করেছেন। কিন্তু সে সারপ্রাইজ কী, সেটা নাকি আগেই জেনে ফেলেছেন ফারুকী!
বিষয়টি নিয়ে রসিকতা করে ফেসবুকে ফারুকী লেখেন, ‘আজকের জন্মদিনে আমি ভাবছিলাম এবার কী সারপ্রাইজ দেয় তিশা! যদিও সে আপাতত কেবল ঘরোয়া কেকের মাধ্যমেই লকডাউন জন্মদিন আয়োজন করেছে! কিন্তু আমি গোপনে জেনে ফেলেছি আমার জন্য কী সারপ্রাইজ আসছে! এটা আবার আপনারা কেউ তাকে বলবেন না!’
জন্মদিন নিয়ে ফারুকী লেখেন, ‘জীবন কঠিন! কেবল ভালোবাসাই এই কঠিন দুর্বহ জীবনটারে আনন্দময় করে তোলে! আমি সৌভাগ্যবান আপনাদের ভালোবাসা পেয়ে। আরও একটা জন্মদিন মানে আপনাদের সাথে আরও একটা বছর! দোয়া করবেন যেনো সুস্থ এবং আনন্দে থাকি!’
স্বামী মোস্তফা সরয়ার ফারুকীর জন্মদিনে তিশার সারপ্রাইজ দেওয়ার বিষয়টি ভক্তদের কাছে নতুন নয়। বিয়ের দুই বছর পর জন্মদিনে কক্সবাজারে ফারুকীর শুটিংয়ে সারপ্রাইজ দিতে হেলিকপ্টারে করে হাজির হয়েছিলেন তিশা। তখন বিষয়টি সবাইকে চমকে দেয়। এবছর ফারুকীকে কী সারপ্রাইজ দিতে যাচ্ছেন তিশা, সেটা জানার অধীর অপেক্ষায় ভক্তরা।
ফারুকী নির্মিত প্রথম চলচ্চিত্র ‘ব্যাচেলর’। তারপর তিনি নির্মাণ করেন ‘মেড ইন বাংলাদেশ’। এরপর উপহার দিয়েছেন ‘থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘পিঁপড়াবিদ্যা’ ও ‘ডুব’। তার নির্মিত ‘শনিবার বিকেল’ মুক্তির অপেক্ষায় আছে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: