ইন্টারনেট
হোম / বিনোদন / বিস্তারিত
ADS

নির্বাচনে বড় পদে না দাঁড়ানোর কারণ জানালেন ফেরদৌস

13 January 2022, 4:59:06

নির্বাচনি আমেজ বইছে বিএফডিসিপাড়ায়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন আগামী ২৮ জানুয়ারি।

এবারের নির্বাচনে কার্যকরী পরিষদের সদস্য হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত অভিনেতা ফেরদৌস।

ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেলে থেকে নির্বাচনে অংশ নেবেন তিনি।

অনেকের মতে, আরো বড় পদে লড়তে পারতেন ঢাকাই ছবির এই পরিচিত মুখ।

কেন বড় পদের প্রার্থী হননি সে ব্যাখ্যা দিয়েছেন এ চিত্রনায়ক। জানালেন, সময়ের অভাবে ও ব্যস্ততার জন্য বড় পদের প্রার্থী হননি তিনি।

এ বিষয়ে গণমাধ্যমকে ফেরদৌস বলেন, ‘যে সময় নিয়ে নির্বাচনে প্রস্তুতি নিতে হয় তা আমার হাতে ছিল না। অনেকগুলো সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত ছিলাম। আমি খুব একটা সময় দিতে পারব না। তাই আমি মনে করি শুধু শুধু বড় পদে গিয়ে লাভ নেই। আমি যে পদে কাজ করতে পারব সেই পদেই নির্বাচন করছি। কারণ শিল্পী সমিতি কোনো রাজনৈতিক সংগঠন না। কোনো লাভজনক প্রতিষ্ঠান না। এটা কারো ব্যবসা করার জায়গাও না। বর্তমানে কমিটিতে না থেকেও কিন্তু সব সময় চেষ্টা করেছি শিল্পীদের পাশে থাকতে। জয়ী হলে এবার আরও সুযোগ পাব ইনশাল্লাহ’।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: